হোম > সারা দেশ > রাজশাহী

পদত্যাগ করলেন রাবি উপাচার্য গোলাম সাব্বির সাত্তার

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার পদত্যাগ করেছেন। আজ বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে তিনি তাঁর পথ থেকে পদত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাবি উপাচার্য কার্যালয়ের সচিব মীর শাহজাহান আলী জাকির। 

তিনি বলেন, ‘উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বিকেল ৩টা ২ মিনিটে পদত্যাগ করেছেন।’ 
 
এর আগে আজ দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে উপাচার্য ও উপ-উপাচার্যসহ বিশ্ববিদ্যালয়ের শীর্ষ কর্মকর্তাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আহ্বান জানিয়ে আলটিমেটাম দেওয়ার পর উপাচার্য তার পদ থেকে সরে দাঁড়ান। 
 
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক তরিকুল ইসলামকে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি। 

উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, ‘আমি ব্যক্তিগত কারণ দেখিয়ে আজ বিকেল ৩টার দিকে মহামান্য আচার্য বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছি।’ 

উপাচার্য ছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক, ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রণব কুমার পাণ্ডে, ইংলিশ এন্ড আদার ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, লিগ্যাল সেলের প্রশাসক সাদিকুল ইসলাম, প্রক্টরিয়াল বডির সকল অ্যাসিস্ট্যান্ট প্রক্টর, বিশ্ববিদ্যালয় প্রেসের প্রশাসক সাখাওয়াত হোসেন এবং কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার প্রশাসক 
অধ্যাপক মাহফুজুর রহমান তাদের নিজ পথ থেকে পদত্যাগ করেছেন বলে নিশ্চিত হওয়া গেছে। 

তাঁদের মধ্যে প্রক্টর ও ছাত্র উপদেষ্টা ছাড়া সবাই আজ বৃহস্পতিবার পদত্যাগ পত্র জমা দিয়েছেন বলে নাম প্রকাশ না করার শর্তে নিশ্চিত করেছেন পদত্যাগপত্র জমা দেওয়া এক প্রশাসক। তিনি বলেন, উপাচার্য স্যারসহ সবাই আজকে পদত্যাগ পত্র জমা দেন। তবে প্রক্টর ও ছাত্র উপদেষ্টা গত ৬ আগস্ট পদত্যাগ করেন।

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক