হোম > সারা দেশ > রাজশাহী

‘প্রেমের নামে প্রহসন বন্ধ করো’ রাবিতে প্রেমবঞ্চিত সংঘের মিছিল

রাবি প্রতিনিধি

বিশ্ব ভালোবাসা দিবস ও বসন্তের আগমনে গোটা বিশ্ব যখন ভালোবাসায় মগ্ন, তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রেমের সুষম বণ্টনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ‘প্রেমবঞ্চিত সংঘ’।

আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট আমতলা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে একই স্থানে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এতে সংগঠনের সভাপতি ইহতেশামুল হক ইবনু ও সাধারণ সম্পাদক আসনাবিল আবীরের নেতৃত্বে দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। 

মিছিলে অংশগ্রহণকারীরা ‘কেউ পাবে কেউ পাবে না, তা হবে না তা হবে না’, ‘প্রেমের নামে প্রহসন, বন্ধ করো বন্ধ করো’, ‘তুমি কে আমি কে, বঞ্চিত বঞ্চিত’, ‘যোগ্য প্রার্থী হারালে, কাঁদতে হবে আড়ালে’—এমন অদ্ভুত স্লোগান পুরো ক্যাম্পাস মুখরিত করে তোলে। 

বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রেমবঞ্চিত সংঘের সভাপতি ইহতেশামুল হক ইবনুর বলেন, ‘আমরা প্রেমের বিরোধী নই, আমরা প্রেমের সুষম বণ্টন চাই। প্রেমের নামে যাঁরা ভণ্ডামি করেন, একসঙ্গে একাধিক প্রেম করেন, আমরা তাঁদের বিরোধী।’ 

ইহতেশামুল আরও বলেন, ‘আমরা মনে করি, প্রতিটি মানুষের জীবনে প্রেম-ভালোবাসা প্রয়োজন। প্রেম-ভালোবাসা না থাকায় আমার মতো অনেকেই হতাশায় ভুগছেন। এই হতাশার কারণে অনেকেই আবার আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। আমরা এসব বিষয়ের প্রতিকার চাই।’ 

সমাবেশ শেষে সংগঠনের সদস্যরা প্রেমবঞ্চিতদের গণস্বাক্ষর কর্মসূচি ও দরিদ্র-অসহায়দের খাবার বিতরণ করেন।

 

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধা, সড়ক অবরোধ

বৃক্ষরোপণে বদলে যাচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়