হোম > সারা দেশ > রাজশাহী

আমি স্বতন্ত্র প্রার্থী, আপনি দলীয়ভাবে— আসেন প্রতিদ্বন্দ্বিতা করেন: ওবায়দুল কাদেরের উদ্দেশে হিরো আলম

বগুড়া প্রতিনিধি

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে আশরাফুল আলম ওরফে হিরো আলমের সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আহ্বান জানিয়েছেন। উপনির্বাচনে ৪৫টি কেন্দ্রের ভোট পুনর্গণনার দাবি জানিয়ে আজ রোববার জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন জমা দিতে গিয়ে তিনি এই আহ্বান জানান। 

এ সময় হিরো আলম বলেন, ‘সেতুমন্ত্রী আমাকে তাচ্ছিল্য করে কথা বলেছেন। একজন মন্ত্রী দেশের নাগরিককে তাচ্ছিল্য করে কথা বলতে পারেন না। তিনি কথায় কথায় বলেন, আসুন, খেলা হবে। আমি ওবায়দুল স্যারকে জোর গলায় বলতে চাই, খেলা সবার সঙ্গে খেলতে হবে না ৷ আমি হিরো আলমের সঙ্গে একটা নির্বাচনে আপনি প্রতিদ্বন্দ্বিতা করেন। আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আর আপনি দলীয়ভাবে দাঁড়ান। বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) থেকে ভোট করুন, আমাকে যে আসন থেকে পরাজিত করিয়ে দেওয়া হয়েছে।’ 

হিরো আলম আরও বলেন, ‘ভোট গণনা নিয়ে আমার সন্দেহ ছিল। তাই সব ভোটকেন্দ্রের ফলাফল আমি জোগাড় করেছি। ৪৫টি কেন্দ্রে অস্বাভাবিক ভোট পড়েছে। ওই কেন্দ্রগুলো উল্লেখ করে আমি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে ভোট পুনর্গণনার আবেদন করেছি। তাঁরা আমার আবেদন গ্রহণ করেছেন। তবে কবে ফলাফল আবার গণনা করবেন, সে বিষয়ে কিছু জানাননি। যদি তাঁরা সাড়া না দেন, আমি হাইকোর্টে যাব।’ 

এক প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, ‘বিএনপি আমার পক্ষে কাজ করলে ভোটের দিন তারা মাঠেই থাকত। বিএনপির কোনো লোক আমার সঙ্গে ছিল না। এ সবকিছু লোকের বানানো কথা। শুধু বিএনপির মির্জা ফখরুল স্যার নন, সারা বিশ্ব ও বাংলাদেশ আমার পক্ষে কথা বলেছেন।’ 

১ ফেব্রুয়ারি উপনির্বাচনে বগুড়া-৪ এবং বগুড়া-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন হিরো আলম। বগুড়া-৪ আসনে আওয়ামী লীগ-সমর্থিত জাসদ প্রার্থীর কাছে মাত্র ৮৩৪ ভোটে হেরে যান তিনি। এরপরই হিরো আলম অভিযোগ করেন, এই আসনে ভোট সুষ্ঠু হলেও গণনার সময় ফল পাল্টে দেওয়া হয়েছে। ষড়যন্ত্র করে তাঁকে হারিয়ে দেওয়া হয়েছে।

রামেকে মানসিক রোগীদের জন্য পূর্ণাঙ্গ ওয়ার্ড চালু

৬৭ বছর পর রামেক হাসপাতালে মানসিক রোগীদের জন্য পূর্ণাঙ্গ ওয়ার্ড

মৎস্যজীবী পরিচয়ে পুকুর ইজারা যুবলীগ নেতার

সেলিম রেজার মনোনয়নে কনকচাঁপার ‘আলহামদুলিল্লাহ’

কণ্ঠশিল্পী কনকচাঁপা বাদ, বিএনপির মনোনয়ন পেলেন সেলিম

ঈশ্বরদীর মা কুকুরকে দেওয়া হলো দুই ছানা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষককে বরখাস্ত, পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কার

রাজশাহীতে ট্রাকচাপায় শিশু নিহত, মহাসড়ক অবরোধ

রাজশাহীর রাজবাড়ি ভাঙার কাজ বন্ধ করল প্রশাসন

সাংবাদিকদের তালাবদ্ধ রাখার হুমকি দেওয়া যুবশক্তির দুই নেতাকে অব্যাহতি