সিরাজগঞ্জের উল্লাপাড়ার মহাসড়কে সরকারি নির্দেশনা অমান্য করে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারিচালিত অবৈধ ইজিবাইক, শ্যালো ইঞ্জিনচালিত নসিমন, করিমন, ট্রলি, সিএনজি ও অটো ভ্যান। এতে প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনা, অকালেই হারাচ্ছে হাজারো প্রাণ। বিশেষ করে পাবনা-বগুড়া মহাসড়কের বোয়ালিয়া বাজার, শ্রীকোলা মোড়, শ্যামলীপাড়া বাসস্ট্যান্ড, বালসাবাড়ী বাজার এলাকা ঝুঁকিপূর্ণ। এসব জায়গায় ইজিবাইক, সিএনজি ও অটো ভ্যান স্ট্যান্ড করে দাঁড়িয়ে থাকে। এতে মহাসড়কের অর্ধেকই চালকদের দখলে থাকে। কোনোভাবেই যেন মহাসড়কে এই অবৈধ যানবাহন চলাচল থামানো যাচ্ছে না। ফলে প্রতিনিয়ত মহাসড়কে ঘটছে নানা দুর্ঘটনা। এতে পথচারী, যাত্রী, চালক ও শ্রমিক অকালেই প্রাণ হারাচ্ছে।
এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান আজকের পত্রিকাকে বলেন, মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধ করতে অভিযান অব্যাহত রয়েছে। এ ছাড়া প্রতিনিয়তই অবৈধ এসব যানবাহন আটক করে মামলা দেওয়া হচ্ছে।