হোম > সারা দেশ > রাজশাহী

মসজিদে নামাজ পড়ে বেরিয়ে অটোরিকশাটি আর পেলেন না ইভান 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

মসজিদের বাইরে নিজের অটোরিকশাটিতে তালা মেরে রেখে নামাজ পড়তে ঢুকেছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বাসিন্দা মো. ইভান আলী (৩৯)। নামাজ শেষে ফিরে আর খুঁজে পাননি তাঁর অটোরিকশা। তিন সদস্যের পরিবারে আয়ের একমাত্র অবলম্বন ও ঋণ করে কেনা রিকশাটি হারিয়ে মসজিদের সামনেই ডুকরে কাঁদছিলেন ইভান আলী। 

আজ সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় অভিযোগ দিয়েছেন তিনি। গতকাল রোববার রাতে এশার নামাজের চলাকালীন শহরের হরিমোহন-গাবতলা পাঠাগার মসজিদের সামনে থেকে চুরি হয় ইভান আলীর রিকশাটি। 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, ‘রিকশা চুরি হওয়ার বিষয়ে অভিযোগ পেয়েছি। রিকশাটি উদ্ধারের চেষ্টা চলছে।’

রিকশাচালক ইভান আলীর জানান, ২০০৩ সালে ছোট অবস্থায় হারিয়েছেন মা-বাবাকে। দৃষ্টিপ্রতিবন্ধী বোনের দায়িত্বও পড়ে তাঁর ওপর। সেই থেকে চলছিল জীবন-জীবিকার যুদ্ধ। প্রায় আট মাস আগে ঋণ করে একটি অটোরিকশা কিনেছিলেন তিনি। এর পর থেকে দৃষ্টিপ্রতিবন্ধী বোন ও স্ত্রীকে নিয়ে খানিকটা সুখেই চলছিল সংসার। তবে গতকাল রাতে হঠাৎই তাঁর সব সুখ লন্ডভন্ড হয়ে গেল!

ইভান আলী আজকের পত্রিকাকে বলেন, ‘রিকশাতে তালা মেরে মসজিদে নামাজ পড়তে ঢুকছি। বের হয়ে দেখি রিকশাটা আর নাই।’

ইভান আলী আরও বলেন, ‘আমি সোয়া লাখ ঋণ করে অটোরিকশাটা কিনছিলাম। মাসিক ১৮ হাজার টাকা কিস্তি দিতাম। এখনো ঋণ পরিশোধ হয়নি।’ বলতে বলতেই আবার ডুকরে কাঁদতে শুরু করেন। তাঁর অঝোরে কান্না দেখে মসজিদের অন্য মুসল্লিরা সান্ত্বনা দেন।

চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন স্কুলের সহকারী শিক্ষক মাহবুবুল হক বলেন, ‘ইভানের অটোরিকশা চুরির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়েছিলাম। অনেক খোঁজাখুঁজির পরও অটোরিকশাটি পাওয়া যায়নি।’ 

মাহবুবুল হক আরও বলেন, ‘ইভান আলী অনেক পরিশ্রমী মানুষ। অটোরিকশা চালিয়ে সংসার চালাত। এখন তো সে দিশাহারা হয়ে গেল।’

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার