হোম > সারা দেশ > রাজশাহী

মসজিদে নামাজ পড়ে বেরিয়ে অটোরিকশাটি আর পেলেন না ইভান 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

মসজিদের বাইরে নিজের অটোরিকশাটিতে তালা মেরে রেখে নামাজ পড়তে ঢুকেছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বাসিন্দা মো. ইভান আলী (৩৯)। নামাজ শেষে ফিরে আর খুঁজে পাননি তাঁর অটোরিকশা। তিন সদস্যের পরিবারে আয়ের একমাত্র অবলম্বন ও ঋণ করে কেনা রিকশাটি হারিয়ে মসজিদের সামনেই ডুকরে কাঁদছিলেন ইভান আলী। 

আজ সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় অভিযোগ দিয়েছেন তিনি। গতকাল রোববার রাতে এশার নামাজের চলাকালীন শহরের হরিমোহন-গাবতলা পাঠাগার মসজিদের সামনে থেকে চুরি হয় ইভান আলীর রিকশাটি। 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, ‘রিকশা চুরি হওয়ার বিষয়ে অভিযোগ পেয়েছি। রিকশাটি উদ্ধারের চেষ্টা চলছে।’

রিকশাচালক ইভান আলীর জানান, ২০০৩ সালে ছোট অবস্থায় হারিয়েছেন মা-বাবাকে। দৃষ্টিপ্রতিবন্ধী বোনের দায়িত্বও পড়ে তাঁর ওপর। সেই থেকে চলছিল জীবন-জীবিকার যুদ্ধ। প্রায় আট মাস আগে ঋণ করে একটি অটোরিকশা কিনেছিলেন তিনি। এর পর থেকে দৃষ্টিপ্রতিবন্ধী বোন ও স্ত্রীকে নিয়ে খানিকটা সুখেই চলছিল সংসার। তবে গতকাল রাতে হঠাৎই তাঁর সব সুখ লন্ডভন্ড হয়ে গেল!

ইভান আলী আজকের পত্রিকাকে বলেন, ‘রিকশাতে তালা মেরে মসজিদে নামাজ পড়তে ঢুকছি। বের হয়ে দেখি রিকশাটা আর নাই।’

ইভান আলী আরও বলেন, ‘আমি সোয়া লাখ ঋণ করে অটোরিকশাটা কিনছিলাম। মাসিক ১৮ হাজার টাকা কিস্তি দিতাম। এখনো ঋণ পরিশোধ হয়নি।’ বলতে বলতেই আবার ডুকরে কাঁদতে শুরু করেন। তাঁর অঝোরে কান্না দেখে মসজিদের অন্য মুসল্লিরা সান্ত্বনা দেন।

চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন স্কুলের সহকারী শিক্ষক মাহবুবুল হক বলেন, ‘ইভানের অটোরিকশা চুরির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়েছিলাম। অনেক খোঁজাখুঁজির পরও অটোরিকশাটি পাওয়া যায়নি।’ 

মাহবুবুল হক আরও বলেন, ‘ইভান আলী অনেক পরিশ্রমী মানুষ। অটোরিকশা চালিয়ে সংসার চালাত। এখন তো সে দিশাহারা হয়ে গেল।’

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী