হোম > সারা দেশ > রাজশাহী

সিরাজগঞ্জে জুট মিল চালু ও বকেয়া আদায়ের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

সিরাজগঞ্জ প্রতিনিধি

বন্ধ হয়ে যাওয়া দেশের সব জুট মিল চালু ও বকেয়া আদায়ের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন জাতীয় জুট মিল শ্রমিক কর্মচারীরা। আজ রোববার সকালে সিরাজগঞ্জ পৌর এলাকার রায়পুরে জাতীয় জুট মিল গেটের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় জাতীয় জুট মিল শ্রমিক-কর্মচারী সমন্বয় পরিষদের আহ্বায়ক শহিদুল ইসলামের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ বক্তব্য রাখেন কামারখন্দ উপজেলা চেয়ারম্যান ও জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক এস এম শহিদুল্লাহ সবুজ, জেলা জাসদের সাধারণ সম্পাদক আবু বকর ভুইয়া, ট্রেড ইউনিয়ন সিরাজগঞ্জ অঞ্চলের সভাপতি বরকত উল্লাহ, জাতীয় জুট মিল শ্রমিক-কর্মচারী পরিষদের যুগ্ম আহ্বায়ক সেলিম হোসেনসহ প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, সিরাজগঞ্জের জাতীয় জুট মিলসহ সারা দেশের পাটকল বন্ধ করে দেওয়া হলেও শ্রমিক-কর্মচারীদের বকেয়া পরিশোধ করা হয়নি। যার কারণে শ্রমিক-কর্মচারীরা ছেলে-মেয়ে নিয়ে খেয়ে না খেয়ে মানবেতর জীবন যাপন করছেন। এমতাবস্থায় জাতীয় জুট মিলটি এরই মধ্যে রহিদ গ্রুপ নামে একটি বেসরকারি কোম্পানিকে লিজ দেওয়া হয়েছে। সমাবেশে মজুরি কমিশনের এরিয়াসহ সব বকেয়া পরিশোধ ও রাষ্ট্রীয় মালিকানায় মিল পুনরায় চালু করার দাবি জানান বক্তারা।

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‎রাবিতে ভর্তি পরীক্ষায় ডিপসিক এআইয়ে উত্তর খুঁজছিল এক পরীক্ষার্থী

প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকে প্রচার, প্রার্থীকে আদালতে তলব

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১