দিনাজপুরের বিরামপুর উপজেলার সীমান্তবর্তী দামুদার এলাকা থেকে ৪০ ভরি স্বর্ণসহ মোস্তাকিম রহমান (২২) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
আজ শুক্রবার সকাল ৮টার দিকে তাঁকে আটক করা হয়। জয়পুরহাট ব্যাটালিয়নের (২০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া আজ বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল ৮টার দিকে জয়পুরহাট ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৮৯ /এমপি থেকে মোস্তাকিম রহমানকে ৪টি স্বর্ণের বারসহ হাতেনাতে আটক করা হয়। জব্দ করা স্বর্ণসহ মালামালের মূল্য প্রায় ৪৪ লাখ ৮১ হাজার ২০০ টাকা। আটক মোস্তাকিম রহমানের বিরুদ্ধে বিরামপুর থানায় চোরাচালান আইনে মামলার প্রস্তুতি চলছে। এরপর তাঁকে বিরামপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হবে। তিনি আরও বলেন, ‘এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’