হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে পাওনা চাওয়ায় ব্যবসায়ীকে মারধরের পর টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী    

রাজশাহীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা

পাওনা টাকা চাওয়ায় রাজশাহীতে এক মুরগি ব্যবসায়ীকে মারধরের পর ৪ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলন করে রাজু আহমেদ নামের এক ব্যবসায়ী এই অভিযোগ করেছেন।

সংবাদ সম্মেলনে রাজু আহমেদ বলেন, গত মঙ্গলবার ব্যবসায়িক লেনদেনের সূত্র ধরে তিনি নগরের কাশিয়াডাঙ্গা কলেজ মোড় এলাকায় অপর ব্যবসায়ী ফারুক হোসেনের সঙ্গে দেখা করতে যান। তিনি ফারুকের কাছে ২০ লাখ ৩১ হাজার ৫০০ টাকা পাবেন। সেই টাকা চাইলে ফারুক ১৫-২০ জন লোক নিয়ে তাঁর ওপর চড়াও হন। একপর্যায়ে রাজুকে বেধড়ক মারধর করে তাঁর কাছে থাকা প্রায় ৪ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়।

এরপর স্থানীয়রা রাজু আহমেদকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এ দুই দিন তিনি হাসপাতালে ছিলেন। এখন তিনি থানায় অভিযোগ করবেন। অভিযোগের বিষয়ে কথা বলতে আরেক ব্যবসায়ী ফারুক হোসেনের মোবাইলে ফোন করা হলে নম্বরটি বন্ধ পাওয়া গেছে।

এ বিষয়ে জানতে চাইলে নগরের কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড