হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে পাওনা চাওয়ায় ব্যবসায়ীকে মারধরের পর টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী    

রাজশাহীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা

পাওনা টাকা চাওয়ায় রাজশাহীতে এক মুরগি ব্যবসায়ীকে মারধরের পর ৪ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলন করে রাজু আহমেদ নামের এক ব্যবসায়ী এই অভিযোগ করেছেন।

সংবাদ সম্মেলনে রাজু আহমেদ বলেন, গত মঙ্গলবার ব্যবসায়িক লেনদেনের সূত্র ধরে তিনি নগরের কাশিয়াডাঙ্গা কলেজ মোড় এলাকায় অপর ব্যবসায়ী ফারুক হোসেনের সঙ্গে দেখা করতে যান। তিনি ফারুকের কাছে ২০ লাখ ৩১ হাজার ৫০০ টাকা পাবেন। সেই টাকা চাইলে ফারুক ১৫-২০ জন লোক নিয়ে তাঁর ওপর চড়াও হন। একপর্যায়ে রাজুকে বেধড়ক মারধর করে তাঁর কাছে থাকা প্রায় ৪ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়।

এরপর স্থানীয়রা রাজু আহমেদকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এ দুই দিন তিনি হাসপাতালে ছিলেন। এখন তিনি থানায় অভিযোগ করবেন। অভিযোগের বিষয়ে কথা বলতে আরেক ব্যবসায়ী ফারুক হোসেনের মোবাইলে ফোন করা হলে নম্বরটি বন্ধ পাওয়া গেছে।

এ বিষয়ে জানতে চাইলে নগরের কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী