হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় অভিযান চালিয়ে ১৫ হাজার বস্তা সার উদ্ধার, গোডাউন সিলগালা

বগুড়া প্রতিনিধি

বগুড়া সদরের এরুলিয়া বাজারের মঞ্জু-করিম ট্রেডার্সের গোডাউনে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ১৫ হাজার বস্তা সার উদ্ধার করেছে সদর উপজেলা প্রশাসন। গতকাল রোববার দিবাগত রাত পৌনে ১১টা থেকে ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয় বলে নিশ্চিত করেছেন বগুড়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সমর কুমার পাল। 

ইউএনও বলেন, ওই গোডাউনের মালিক নাজমুল পারভেজ কনক সার বিক্রয়কারী ডিলার না হয়েও অবৈধভাবে ডিএপি, টিএসপি ও ইউরিয়া সার মজুত রেখে ব্যবসায় করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বগুড়া সদরের এরুলিয়া বাজার এলাকায় মঞ্জু-করিম ট্রেডার্সের গোডাউনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই গোডাউন থেকে অবৈধভাবে মজুত রাখা ১৫ হাজার বস্তা সার উদ্ধার করা হয়। একই সঙ্গে সার বহনের কাজে ব্যবহৃত দুটি ট্রাক জব্দ এবং গোডাউনটি সিলগালা করা হয়। 

ইউএনও আরও বলেন, প্রতিটি বস্তায় ৫০ কেজি করে সার রয়েছে। উদ্ধারকৃত ১৫ হাজার বস্তার মধ্যে নষ্ট সারও রয়েছে। তবে এখনই নষ্ট সারের পরিমাণ বলা যাচ্ছে না।। 

অভিযান পরিচালনাকালে আরও উপস্থিত ছিলেন, সদরের সহকারী কমিশনার (ভূমি) মো. নুরুল ইসলাম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি