হোম > সারা দেশ > রাজশাহী

পাবনায় ঐতিহ্যবাহী মোরগ লড়াই, কিং ও কোবরা বিজয়ী

পাবনা প্রতিনিধি

প্রতিবছরের মতো এবারও পাবনার ভাঙ্গুড়ায় আয়োজন করা হয় ঐতিহ্যবাহী মোরগ লড়াই। আর এই মোরগ লড়াইকে ঘিরে আনন্দ উল্লাসে মেতে ওঠেন উৎসুক জনতা। আজ বৃহস্পতিবার ঈদের দিন সকালে উপজেলার কলেজপাড়া মোড়ে এই মোরগ লড়াই অনুষ্ঠিত হয়। হিরো খানের কিং ও কোবরা নামের দুটি মোরগ এ লড়াইয়ে বিজয়ী হয়েছে। বিভিন্ন এলাকা থেকে ১০০টি মোরগ লড়াইয়ে অংশ নিয়েছিল। 

সরেজমিন দেখা যায়, প্রতিবার দুটি করে মোরগ লড়াইয়ে অংশ নেয়। কয়েক মিনিট ধরে নানাভাবে লড়াই চলতে থাকে। লড়াইয়ের একপর্যায়ে পরাজিত মোরগগুলো একে একে তার মালিকের কাছে ফিরে যায়। বিজয়ী মোরগগুলোকে কোলে নিয়ে মালিকেরা উল্লাস করতে থাকেন। 

শিক্ষার্থী ও শিশু-কিশোর থেকে শুরু করে নানা বয়সের মানুষ দেখতে এসেছিলেন মোরগ লড়াই। কয়েক ঘণ্টার জন্য এই আনন্দে মেতে ছিলেন দর্শনার্থীরা। বিভিন্ন গ্রামের শত শত উৎসুক জনতা এই মোরগ লড়াই দেখতে আসেন। প্রতিযোগিতামূলক এই লড়াইয়ে অংশ নেওয়া মোরগের মালিকেরাও খুশি। 

ভাঙ্গুড়া উপজেলা আনসার কোম্পানি কমান্ডার শেখ সাখাওয়াত হোসেন, হাফিজ আল-আফ্রিদী, মেহেদী হাসানসহ বেশ কয়েজন দর্শনার্থী জানান, বিভিন্ন সময়ে মোরগ লড়াইয়ের কথা শুনলেও তাঁরা এই প্রথম মোরগের লড়াই দেখতে এসেছেন। লড়াই চলাকালে একটি মোরগ অপর একটি মোরগকে নানা কৌশলে পরাস্ত করেছে। লড়াইয়ে অংশ নেওয়া প্রতিটি মোরগই বিজয়ী হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেছে। ঘণ্টাব্যাপী কয়েক রাউন্ডের এই লড়াই দেখে তাঁরা আনন্দ উপভোগ করেছেন। বিভিন্ন এলাকায় এ ধরনের মোরগ লড়াই আয়োজনের দাবি জানিয়েছেন দর্শনার্থীরা। মোরগ লড়াই প্রতিযোগিতা শেষে হিরো খানের কিং ও কোবরা নামের দুটি মোরগ বিজয়ী হয়। 

আয়োজকের পক্ষে ভাঙ্গুড়া পৌরসভার চৌবাড়ীয়া কলেজপাড়া এলাকার প্রবীণ ব্যক্তি আজমত আলী প্রামাণিক বলেন, ‘একসময় গ্রামগঞ্জের ঐতিহ্য ছিল মোরগ লড়াই। কিন্তু এ ধরনের প্রতিযোগিতা এখন খুব একটা দেখা যায় না। ভবিষ্যতেও এ খেলার আয়োজন করা হবে।’

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা