হোম > সারা দেশ > রাজবাড়ী

পাংশায় শিক্ষার্থী হত্যায় গ্রেপ্তার ১ 

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর পাংশায় মাদ্রাসাছাত্র মো. হাসিবুল (১৩) হত্যাকাণ্ডের ঘটনায় মো. তারেক (২০) নামের এক তরুণকে গ্রেপ্তার ও ছিনতাই করা ব্যাটারিচালিত ভ্যানটি উদ্ধার করেছে পাংশা মডেল থানার পুলিশ। পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

মো. তারেক মাছপাড়া ইউনিয়নের জয়গ্রামের মো. আ. খালেক প্রামাণিকের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত মঙ্গলবার বিকেলে মো. হাসিবুল তাঁর বাবার ব্যাটারিচালিত ভ্যানটি নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরদিন বুধবার সকাল ৮টার দিকে মাছপাড়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামের একটি খেত থেকে গামছা দিয়ে মুখ বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় হাসিবুলে বাবা হামিদুর রহমান (৪০) বাদী হয়ে পাংশা মডেল থানায় দেওয়া লিখিত অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হয়। এই মামলায় গতকাল বুধবার রাতে মো. তারেককে (২০) গ্রেপ্তার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে ওসি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারেক জানিয়েছেন, ভ্যানটি ছিনিয়ে নেওয়ার জন্য হাসিবুলকে ঘটনাস্থলে শ্বাসরোধে হত্যা করে। তারেকের দেওয়া তথ্যের ভিত্তিতেই কুমারখালী থানার হলবাজার এলাকা থেকে ভ্যানটি উদ্ধার করা হয়। আসামি মো. তারেককে আজ বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।

এদিকে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মো. হাসিবুল হত্যার প্রতিবাদে এবং আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন পাংশা উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা। উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন করেন তাঁরা।

নিহত মো. হাসিবুল উপজেলার মাছপাড়া ইউনিয়নের খালকুলা গ্রামের বাসিন্দা। সমষপুর দাখিল মাদ্রাসার মপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল সে।

পদ্মায় ড্রেজিং চলায় দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট বন্ধ

পদ্মায় ধরা পড়া কাতল মাছের দাম ১ লাখ ৮ হাজার টাকা

বিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবক ও শিক্ষকদের মধ্যে তুমুল বাগ্‌বিতণ্ডা

পদ্মার চরে কৃষককে রাসেলস ভাইপারের ছোবল, জীবিত সাপ নিয়ে হাসপাতালে

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন যুবদল নেতা

পদ্মা ব্যারাজের দাবিতে লংমার্চ হাবাসপুর করা হবে: মনির হায়দার

হত্যা মামলায় চার আসামির যাবজ্জীবন

রাজবাড়ীর নুরাল পাগলার দরবারে হামলা, লুটপাটের আড়াই মাস পর মামলা

পদ্মায় ধরা পড়ল ২৪ কেজি ওজনের কাতল, বিক্রি হলো ৬৬ হাজার টাকায়

পদ্মার এক কাতল বিক্রি ৫৫ হাজার টাকায়