হোম > সারা দেশ > পিরোজপুর

নেছারাবাদে কথিত প্রেমিকের বাড়ির পাশের গাছে ঝুলছিল গৃহবধূর লাশ

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি 

ছবি: প্রতীকী

পিরোজপুরের নেছারাবাদে কথিত প্রেমিকের বাড়ির পাশের আমড়াগাছ থেকে মিম আক্তার (১৮) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার গভীর রাতে উপজেলার সোহাগদল গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ কথিত প্রেমিক নুরুল আমীনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

মিমের নানি ফরিদা বেগমের অভিযোগ, ‘আমার নাতনির তিন বছর আগে বিয়ে হয়েছে। সেই সংসারে দুই বছরের একটি বাচ্চা রয়েছে। মিমকে তার স্বামী প্রায়ই মারধর করত। এ কারণে রাগ করে আমাদের বাড়ি চলে আসে সে। নুরুল আমীন নামের এক যুবক তাকে ভালোবাসত। মিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে স্বামীর সংসার থেকে ছাড়াতে নুরুল আমীন সহায়তা করেছে। পরে সে মিমকে বিয়ে করতে রাজি হচ্ছিল না। বিয়ের দাবিতে মিম সোহাগদল গ্রামের নুরুল আমীনের বাড়িতে যায়। তারা তাকে অত্যাচার করে মেরে ফেলেছে।’

একই অভিযোগ করে মিমের মা নারগিস আক্তার বলেন, ‘মিমকে বিয়ের প্রলোভন দিয়ে স্বামীর সংসার থেকে নুরুল আমীন ডিভোর্স করিয়েছে। পরে তাকে বিয়ে করতে চাচ্ছিল না। শনিবার মিম ওই ছেলের বাড়িতে গেলে সকালে জানতে পারি, মিম নাকি আত্মহত্যা করেছে।’ মিমের মায়ের অভিযোগ, তাঁর মেয়েকে মেরে ফেলা হয়েছে।

ঘটনার পর থেকে পলাতক থাকায় এ ব্যাপারে চেষ্টা করেও কথিত প্রেমিক নুরুল আমীনের পরিবারের কারও সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমিন আজকের পত্রিকাকে বলেন, ‘মিমের লাশ নেছারাবাদ হাসপাতাল থেকে আনা হয়েছে। জানতে পেরেছি, বিষয়টি প্রেমঘটিত। প্রাথমিকভাবে মনে হচ্ছে, এটি আত্মহত্যা। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য নুরুল আমীনকে আটক করা হয়েছে। লাশ পিরোজপুর মর্গে পাঠানো হচ্ছে। তবে এ ব্যাপারে এখনো লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি।’

নেছারাবাদে জামায়াত প্রার্থীর বিজয় শোভাযাত্রা, বিধিভঙ্গের অভিযোগ বিএনপি প্রার্থীর

পিরোজপুরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

পিরোজপুরে বাসের ধাক্কায় নসিমন চালক নিহত

বার্ষিক পরীক্ষা না নিয়ে আন্দোলনে শিক্ষকেরা: নেছারাবাদে শিক্ষক-অভিভাবকদের ধাক্কাধাক্কি

নেছারাবাদে স্কুলঘেঁষা বালুর পাহাড়! শিক্ষার্থীদের নিত্যসঙ্গী ধুলা-দুর্ভোগ

বাউল আবুল সরকারের বিচার দাবিতে পিরোজপুরে আইনজীবীদের বিক্ষোভ

ছারছীনা দরবার শরিফের ১৩৫তম ঈছালে ছাওয়াব মাহফিল শুরু, যোগ দেবেন মির্জা ফখরুল

আজ প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন: নেছারাবাদে ব্যানারে হাস্যকর ভুল

পিরোজপুর ২ আসন: নেছারাবাদ থেকে ধানের শীষের প্রার্থী দেওয়ার দাবিতে মিছিল ও মানববন্ধন

পিরোজপুরে গণপিটুনিতে এক ডাকাত নিহত, আহত অবস্থায় আটক ১