হোম > সারা দেশ > পিরোজপুর

পিরোজপুর প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ 

মঠবাড়িয়া প্রতিনিধি, পিরোজপুর 

পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রশাসনের হস্তক্ষেপে অষ্টম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীর বিয়ে বন্ধ করা হয়েছে। পরে বর ও কনের পরিবারের কাছ থেকে উপযুক্ত বয়স না হওয়া পর্যন্ত তাদের বিয়ে না দেওয়ার মুচলেকা নেওয়া হয়। 

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ বড় মাছুয়া গ্রামের মো. পারভেজ ইলিয়াসের মেয়ে ইসরাত জাহান মিমের (১৩) সঙ্গে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের ওমরপুর এলাকার মো. আবদুল খালেক হাওলাদারের ছেলে দেলোয়ার হোসেন লিমনের বিয়ের আয়োজন করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে বরপক্ষের অর্ধশতাধিক মেহমান কনের বাড়িতে উপস্থিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির আহমেদ বিষয়টি অবগত হয়ে মহিলাবিষয়ক কর্মকর্তা মনিকা আক্তারের নেতৃত্বে পুলিশ পাঠিয়ে এই বাল্যবিবাহ বন্ধ করেন। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির আহমেদ বলেন, গোপনীয়তা রক্ষা করে ওই স্কুলছাত্রীর বাল্যবিবাহের আয়োজন করা হয়েছিল। উভয় পক্ষের অভিভাবকের কাছ থেকে বর ও কনের উপযুক্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার মুচলেকা রাখা হয়। বাল্যবিবাহ বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

পিরোজপুরে সাবেক স্ত্রীকে হত্যাচেষ্টা, হাসপাতালে গিয়েও হামলা: অভিযুক্ত আটক

নেছারাবাদে ছিনতাইকারী সন্দেহে যুবক আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

নির্দোষ আওয়ামী লীগসহ সাধারণ মানুষকে হয়রানি না করার দাবি বিএনপি নেতার

নেছারাবাদে জামায়াত প্রার্থীর বিজয় শোভাযাত্রা, বিধিভঙ্গের অভিযোগ বিএনপি প্রার্থীর

পিরোজপুরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

পিরোজপুরে বাসের ধাক্কায় নসিমন চালক নিহত

বার্ষিক পরীক্ষা না নিয়ে আন্দোলনে শিক্ষকেরা: নেছারাবাদে শিক্ষক-অভিভাবকদের ধাক্কাধাক্কি

নেছারাবাদে স্কুলঘেঁষা বালুর পাহাড়! শিক্ষার্থীদের নিত্যসঙ্গী ধুলা-দুর্ভোগ

বাউল আবুল সরকারের বিচার দাবিতে পিরোজপুরে আইনজীবীদের বিক্ষোভ

ছারছীনা দরবার শরিফের ১৩৫তম ঈছালে ছাওয়াব মাহফিল শুরু, যোগ দেবেন মির্জা ফখরুল