হোম > সারা দেশ > পিরোজপুর

সন্তানকে নতুন জীবন দিয়ে দগ্ধ মা তানজিনা পরপারে

পিরোজপুর প্রতিনিধি

একমাত্র শিশু সন্তানের আবদার রক্ষা করতে আরও চার স্বজনকে নিয়ে রাজধানীর বেইলি রোডে রেস্টুরেন্টে খেতে যান পিরোজপুরের তানজিনা এশা। আগুন লাগলে সন্তান–স্বজনদের বাইরে বের করে বাঁচাতে পারলেও দগ্ধ হয়ে মারা যান তিনি। 

তানজিনা এশা রাজধানীর বেসরকারি একটি কোম্পানিতে চাকরি করতেন। তিনি পিরোজপুর শহরের নড়াইলপাড়া এলাকার নাদিম আহমেদের স্ত্রী। জেলা মুক্তিযুদ্ধের সংগঠক শহীদ ওমর ফারুক ও জেলা পরিষদের চেয়ারম্যান সালমা রহমানের বোন। 

আজ শুক্রবার পিরোজপুরের পুরোনো ঈদগাহ মাঠে জানাজা শেষে তাকে পৌর কবরস্থানে দাফন করা হয়। এর আগে বেলা ৩টায় তানজিনা এশার লাশবাহী গাড়ি নড়াইলপাড়া বাসায় পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। এ সময় তার ছয় বছরের শিশু পুত্র আরহামের চিৎকারে পরিবেশ অনেকটা ভারী হয়ে ওঠে। 

নিহতের খালাতো ভাই তৌকির মুজিব আবির আজকের পত্রিকাকে বলেন, ‘সন্তানের আবদার রক্ষা করতে বৃহস্পতিবার রাতে বেইলি রোডের রেস্টুরেন্টে ছেলে ও স্বজনদের নিয়ে যান এশা। একমাত্র ছেলে আরহামকে বের করে দিয়ে নিজের বের হওয়ার আগেই বিস্ফোরণে দগ্ধ হয়ে মারা যান তানজিনা এশা। ছেলের কাচ্চি খাওয়ার আবদার করলে মা সেই আবদার রক্ষা করতে রেস্টুরেন্টে গিয়েছিল। আগুনের ঘটনা ঘটলে স্বজন ও ছেলেকে বের করে দিলেও নিজে আর বের হতে পারেনি। বিস্ফোরণে মৃত্যু হয় তানজিনা এশা।’

পিরোজপুরে বাসের ধাক্কায় নসিমন চালক নিহত

বার্ষিক পরীক্ষা না নিয়ে আন্দোলনে শিক্ষকেরা: নেছারাবাদে শিক্ষক-অভিভাবকদের ধাক্কাধাক্কি

নেছারাবাদে স্কুলঘেঁষা বালুর পাহাড়! শিক্ষার্থীদের নিত্যসঙ্গী ধুলা-দুর্ভোগ

বাউল আবুল সরকারের বিচার দাবিতে পিরোজপুরে আইনজীবীদের বিক্ষোভ

ছারছীনা দরবার শরিফের ১৩৫তম ঈছালে ছাওয়াব মাহফিল শুরু, যোগ দেবেন মির্জা ফখরুল

আজ প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন: নেছারাবাদে ব্যানারে হাস্যকর ভুল

পিরোজপুর ২ আসন: নেছারাবাদ থেকে ধানের শীষের প্রার্থী দেওয়ার দাবিতে মিছিল ও মানববন্ধন

পিরোজপুরে গণপিটুনিতে এক ডাকাত নিহত, আহত অবস্থায় আটক ১

নেছারাবাদে ভূমিকম্পে দুলে ওঠে ঘরবাড়ি, আতঙ্কে স্থানীয়রা

নেছারাবাদে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার