হোম > সারা দেশ > পিরোজপুর

সমবায় সমিতির কাছে পাওনা কোটি টাকা, সহসভাপতিকে তুলে নিয়ে গেলেন গ্রাহকেরা

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

টাকা ফেরত না পেয়ে কান্নায় ভেঙে পড়েন এক গ্রাহক। ছবি: আজকের পত্রিকা

পিরোজপুরের নেছারাবাদে একটি সমবায় সমিতিতে জমানো টাকা ফেরত না পেয়ে সমিতির সহসভাপতিকে তুলে নিয়ে গেছেন গ্রাহকেরা। গতকাল সোমবার বিকেলে উপজেলা পরিষদের সামনে একটি ফটোকপির দোকানে আড়াই ঘণ্টা অবরুদ্ধ রাখার পর ‘বিনিময় ক্ষুদ্র সমবায় সমিতির’ সহসভাপতি মো. অলি আহমেদকে তুলে নিয়ে যাওয়া হয়।

নেছারাবাদ উপজেলা থেকে পিডি ৪৫ নামে লাইসেন্স নিয়ে জগন্নাথকাঠি বাজারে কাঠের পোলসংলগ্ন এলাকায় কার্যালয় খুলে ‘বিনিময় ক্ষুদ্র সমবায় সমিতি’ শুরু করেন অলি আহমেদ। সমিতির পরিচালক হিসেবে স্ত্রীর নাম দিয়ে নিজেকে সহসভাপতি হিসেবে পরিচয় দেন তিনি।

মাসের পর মাস ওই সমিতিতে টাকা জমিয়েছিলেন বেশ কয়েকজন দিনমজুর নারী। সোমবার টাকা নিতে এসে না পেয়ে হতাশ হয়ে সড়কে লুটিয়ে পড়েন তাঁরা। জহুরা নামে এক দিনমজুর কাঁদতে কাঁদতে জানান, তিনি ওই সমিতিতে ১ লাখ ১০ হাজার টাকা পাবেন।

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন অন্য গ্রাহকেরা। শতাধিক গ্রাহক অভিযোগ করেন, সমিতির কাছে তাদের ৮০ লাখ টাকার মতো পাওনা। গ্রাহকেরা ক্ষুব্ধ হয়ে অলি আহমেদকে সমিতির কার্যালয়ে নিয়ে যাওয়ার কথা বলে তুলে নিয়ে যান।

শাজাহান নামে সমিতির এক গ্রাহক বলেন, ‘আমি খেয়ে না-খেয়ে টাকা জমিয়েছি। সমিতির থেকে ১২ লাখ ২০ হাজার টাকা পাব। আজ দেব কাল দেব বলে ঘুরাচ্ছে। আমাকে একটা ব্যাংকের চেক দিয়েছে, কিন্তু ব্যাংকে টাকা নাই।’

রুহুল আমিন নামে এক সদস্য বলেন, তিনি ওই সমিতির কাছ থেকে ১ লাখ ৪২ হাজার টাকা পাবেন।

উপজেলা সমবায় কর্মকর্তা মো. হাসান রকি বলেন, ‘নেছারাবাদে সমবায় সমিতিগুলোর অবস্থা বর্তমানে খারাপ অবস্থায় আছে। এ উপজেলার পূর্বের সমবায় কর্মকর্তা যাকে-তাকে লাইসেন্স দিয়ে এ অবস্থা করেছেন।’

নির্দোষ আওয়ামী লীগসহ সাধারণ মানুষকে হয়রানি না করার দাবি বিএনপি নেতার

নেছারাবাদে জামায়াত প্রার্থীর বিজয় শোভাযাত্রা, বিধিভঙ্গের অভিযোগ বিএনপি প্রার্থীর

পিরোজপুরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

পিরোজপুরে বাসের ধাক্কায় নসিমন চালক নিহত

বার্ষিক পরীক্ষা না নিয়ে আন্দোলনে শিক্ষকেরা: নেছারাবাদে শিক্ষক-অভিভাবকদের ধাক্কাধাক্কি

নেছারাবাদে স্কুলঘেঁষা বালুর পাহাড়! শিক্ষার্থীদের নিত্যসঙ্গী ধুলা-দুর্ভোগ

বাউল আবুল সরকারের বিচার দাবিতে পিরোজপুরে আইনজীবীদের বিক্ষোভ

ছারছীনা দরবার শরিফের ১৩৫তম ঈছালে ছাওয়াব মাহফিল শুরু, যোগ দেবেন মির্জা ফখরুল

আজ প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন: নেছারাবাদে ব্যানারে হাস্যকর ভুল

পিরোজপুর ২ আসন: নেছারাবাদ থেকে ধানের শীষের প্রার্থী দেওয়ার দাবিতে মিছিল ও মানববন্ধন