হোম > সারা দেশ > পিরোজপুর

পিরোজপুর-২: স্বতন্ত্র প্রার্থীর মোটরসাইকেল চালকদের ভ্রাম্যমাণ আদালতে জরিমানা 

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

নেছারাবাদে পিরোজপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দীন মহারাজের জনসভা থেকে ফেরার পথে সমর্থকদের মোটরসাইকেল চালকদের ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। মোটরসাইকেলের যথাযথ কাগজপত্র না থাকা, নিয়মভঙ্গ করে মোটরসাইকেল চালানোয় তাঁদের জরিমানা করা হয়। 

আইন ভঙ্গ করে মোটরসাইকেল চালানোয় নয়জন মোটরসাইকেল চালককে মোট ৪ হাজার ৭০০ টাকা জরিমানা করে ওই আদালত। আজ শুক্রবার সন্ধ্যার পরে উপজেলা পরিষদের গেটের সামনের সড়কে বসে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান আদালত পরিচালনা করেন। 

আদালতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান চারটি মোটরসাইকেল এবং সহকারী কমিশনার (ভূমি) তাপস পাল পাঁচটি মোটরসাইকেল চালকে জরিমানা করেন। 

আদালতে সড়ক পরিবহন আইনে মোট নয়টি মোটরসাইকেল চালককে ৪ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়। 

আদালতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান চারটি মামলায় ২ হাজার চার শত টাকা এবং সহকারী কমিশনার (ভূমি) তাপস পাল পাঁচটি মামলায় ২ হাজার তিন শত টাকা জরিমানা করেন। 

সড়ক পরিবহন আইনে তিনিসহ সহকারী কমিশনার (ভূমি) পৃথক পৃথকভাবে ওই আদালত পরিচালনা করেন বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান। নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে তাদের ওই জরিমানা করা হয়েছে কি না পূনরায় প্রশ্ন করে জানতে চাইলে, তিনি বলেন, ‘ওইসব কারণে নয়; সড়কপরিবহন আইনে ওই জরিমানা করা হয়েছে।’

নেছারাবাদে জামায়াত প্রার্থীর বিজয় শোভাযাত্রা, বিধিভঙ্গের অভিযোগ বিএনপি প্রার্থীর

পিরোজপুরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

পিরোজপুরে বাসের ধাক্কায় নসিমন চালক নিহত

বার্ষিক পরীক্ষা না নিয়ে আন্দোলনে শিক্ষকেরা: নেছারাবাদে শিক্ষক-অভিভাবকদের ধাক্কাধাক্কি

নেছারাবাদে স্কুলঘেঁষা বালুর পাহাড়! শিক্ষার্থীদের নিত্যসঙ্গী ধুলা-দুর্ভোগ

বাউল আবুল সরকারের বিচার দাবিতে পিরোজপুরে আইনজীবীদের বিক্ষোভ

ছারছীনা দরবার শরিফের ১৩৫তম ঈছালে ছাওয়াব মাহফিল শুরু, যোগ দেবেন মির্জা ফখরুল

আজ প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন: নেছারাবাদে ব্যানারে হাস্যকর ভুল

পিরোজপুর ২ আসন: নেছারাবাদ থেকে ধানের শীষের প্রার্থী দেওয়ার দাবিতে মিছিল ও মানববন্ধন

পিরোজপুরে গণপিটুনিতে এক ডাকাত নিহত, আহত অবস্থায় আটক ১