হোম > সারা দেশ > পিরোজপুর

পটকা মাছ খেয়ে এক জেলের মৃত্যু, ২ জনের অবস্থা গুরুতর

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

কাউখালীতে পটকা মাছ খেয়ে এক জেলের মৃত্যু হয়েছে। আরও দুই জেলে হাসপাতালে চিকিৎসাধীন। 

মারা যাওয়া জেলে সুশীল দাস (৫০) বানরীপাড়া উপজেলার কামাড়বাড়ী গ্রামের রাম দাসের ছেলে। 

অসুস্থ দুই জেলে হলেন—একই উপজেলার একই গ্রামের নিত্যানন্দ বিশ্বাসের ছেলে রবীন্দ্রনাথ বিশ্বাস (৫২) এবং হিরালাল। তাঁরা বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। তাঁদের অবস্থাও গুরুতর বলে জানা গেছে। 

জানা গেছে, বানরীপাড়া থেকে জেলেদের ১১ জনের একটি দল কিছুদিন আগে ট্রলার নিয়ে সুন্দরবন এলাকায় মাছ ধরতে যায়। সেখান থেকে আজ সোমবার ট্রলারে বাড়ি ফেরার পথে পটকা মাছ রান্না করে খান তাঁরা। কিছুক্ষণ পরই তিনজন অসুস্থ হয়ে পড়েন। কাউখালীর সন্ধ্যা নদীতে পৌঁছামাত্র গুরুতর অসুস্থ হলে সঙ্গীরা তাঁদের কাউখালী হাসপাতালে ভর্তি করেন। 

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান। অপর দুজনকে নিয়ে সঙ্গীরা বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজে যান। 

কাউখালী হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মামুন হোসেন জানান, দুপুরের দিকে এ রকম অসুস্থ দুই জন রোগী নিয়ে এলে চিকিৎসার আগেই একজন মারা যান। সঙ্গে থাকা জেলেরা জানান, পটকা মাছ খেয়ে তাঁরা অসুস্থ হয়েছেন। 

এ ব্যাপারে কাউখালী থানার ওসি বনি আমিন জানান, ঘটনাটি সত্য। তবে আর কোনো রহস্য আছে কি না তদন্ত করে বের করা হবে।

পিরোজপুরে বাসের ধাক্কায় নসিমন চালক নিহত

বার্ষিক পরীক্ষা না নিয়ে আন্দোলনে শিক্ষকেরা: নেছারাবাদে শিক্ষক-অভিভাবকদের ধাক্কাধাক্কি

নেছারাবাদে স্কুলঘেঁষা বালুর পাহাড়! শিক্ষার্থীদের নিত্যসঙ্গী ধুলা-দুর্ভোগ

বাউল আবুল সরকারের বিচার দাবিতে পিরোজপুরে আইনজীবীদের বিক্ষোভ

ছারছীনা দরবার শরিফের ১৩৫তম ঈছালে ছাওয়াব মাহফিল শুরু, যোগ দেবেন মির্জা ফখরুল

আজ প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন: নেছারাবাদে ব্যানারে হাস্যকর ভুল

পিরোজপুর ২ আসন: নেছারাবাদ থেকে ধানের শীষের প্রার্থী দেওয়ার দাবিতে মিছিল ও মানববন্ধন

পিরোজপুরে গণপিটুনিতে এক ডাকাত নিহত, আহত অবস্থায় আটক ১

নেছারাবাদে ভূমিকম্পে দুলে ওঠে ঘরবাড়ি, আতঙ্কে স্থানীয়রা

নেছারাবাদে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার