হোম > সারা দেশ > পিরোজপুর

জাল টাকার কারবারিকে ১৪ বছরের কারাদণ্ড

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় জাকির হোসেন হাওলাদার নামের একজন জাল টাকার কারবারিকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে পিরোজপুরের স্পেশাল ট্রাইব্যুনাল নম্বর-২ আদালতের বিচারক এস এম নুরুল ইসলাম এ আদেশ দেন। সেই সঙ্গে বিচারক আসামিকে ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।

দন্তপ্রাপ্ত আসামি জাকির হোসেন হাওলাদার (৪০) জেলার ভান্ডারিয়া উপজেলার ইকরি গ্রামের মৃত মোনাজ উদ্দিন হাওলাদারের ছেলে। 

মামলার সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৯ নভেম্বর ভান্ডারিয়া থানা-পুলিশ ইকরি বাজার থেকে জাল টাকা কেনা-বেচার সময়ে আসামি জাকির হোসেন হাওলাদারকে আটক করে। পরে জাকির হোসেনের দেওয়া তথ্যমতে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকার জাল নোট উদ্ধার করে পুলিশ। পরে পুলিশ জাকিরকে আসামি করে থানায় মামলা দায়ের করে এবং মামলার তদন্তকারী কর্মকর্তা ২০১৭ সালের ১৪ মে জাকির হোসেন হাওলাদারকে অভিযুক্ত করে মামলার চার্জশিট দেন। এ মামলায় সাক্ষীর সাক্ষ্য শেষে আদালতের বিচারক আজ আসামির উপস্থিতিতে এ রায় দেন।

নেছারাবাদে জামায়াত প্রার্থীর বিজয় শোভাযাত্রা, বিধিভঙ্গের অভিযোগ বিএনপি প্রার্থীর

পিরোজপুরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

পিরোজপুরে বাসের ধাক্কায় নসিমন চালক নিহত

বার্ষিক পরীক্ষা না নিয়ে আন্দোলনে শিক্ষকেরা: নেছারাবাদে শিক্ষক-অভিভাবকদের ধাক্কাধাক্কি

নেছারাবাদে স্কুলঘেঁষা বালুর পাহাড়! শিক্ষার্থীদের নিত্যসঙ্গী ধুলা-দুর্ভোগ

বাউল আবুল সরকারের বিচার দাবিতে পিরোজপুরে আইনজীবীদের বিক্ষোভ

ছারছীনা দরবার শরিফের ১৩৫তম ঈছালে ছাওয়াব মাহফিল শুরু, যোগ দেবেন মির্জা ফখরুল

আজ প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন: নেছারাবাদে ব্যানারে হাস্যকর ভুল

পিরোজপুর ২ আসন: নেছারাবাদ থেকে ধানের শীষের প্রার্থী দেওয়ার দাবিতে মিছিল ও মানববন্ধন

পিরোজপুরে গণপিটুনিতে এক ডাকাত নিহত, আহত অবস্থায় আটক ১