হোম > সারা দেশ > পিরোজপুর

পিরোজপুরে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুর সদর উপজেলার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে পিরোজপুর সদর উপজেলার কুমিরমাড়া আশ্রয়ণ প্রকল্পের পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়। 

মারা যাওয়া দুই শিশুর মধ্যে জান্নাতি আক্তার (৩) পিরোজপুর সদর উপজেলার কুমিরমাড়া আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা ইউসুফ শেখের মেয়ে (৩) ও তাইফা আক্তার (৩) একই এলাকার মো. খালেক শেখের মেয়ে। 

শারিকতলা-ডুমরিতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমির হোসেন মাঝি এ তথ্য নিশ্চিত করেছেন। 

স্থানীয় ইউপি সদস্য মো. ওমর ফারুক জানান, সকালে সদর উপজেলার কুমিরমাড়া আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা ইউসুফ ও খালেক শেখের দুই মেয়ে জান্নাতি ও তাইফা ঘর দিয়ে বেরিয়ে খেলতে বের হয়। সকাল ১০টা থেকে তাদের খোঁজ করা শুরু হয়। খোঁজাখুঁজির একপর্যায়ে বেলা ১১টার দিকে আশ্রয়ণের পুকুরে পানিতে তাদের ভাসতে দেখা যায়। পরে ডুবে থাকা অবস্থায় তাদের উদ্ধার করে পিরোজপুর হাসপাতালে নেওয়া হলে হাসপাতালের চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন। 

পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসক ডা. রঞ্জন জানান, পানিতে ডুবে যাওয়া দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। কিন্তু হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়। 

শারিকতলা-ডুমরিতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমির হোসেন মাঝি বলেন, ‘জান্নাতি ও তাইফা নামের দুই শিশু সকালে খেলতে বের হয়ে পুকুরে ডুবে মারা যায়। তাদের দুজনের বাবাই দিনমজুর। খবর পেয়েই আমরা তাদের বাড়িতে আসি এবং তাদের দাফন কাফনের দায়িত্ব নিয়েছি।’

অঙ্গীকারনামা লিখে বিএনপিতে যোগ দিলেন ছাত্রলীগ নেতা

আপিলেও টিকল না মনোনয়ন, পিরোজপুর-২ আসনে ঝরে পড়লেন স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেন

ইউটিউবে ইনকিউবেটরে মুরগির বাচ্চা ফুটানো শিখে আব্দুর রহমানের ভাগ্যবদল

পিরোজপুরে সাবেক স্ত্রীকে হত্যাচেষ্টা, হাসপাতালে গিয়েও হামলা: অভিযুক্ত আটক

নেছারাবাদে ছিনতাইকারী সন্দেহে যুবক আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

নির্দোষ আওয়ামী লীগসহ সাধারণ মানুষকে হয়রানি না করার দাবি বিএনপি নেতার

নেছারাবাদে জামায়াত প্রার্থীর বিজয় শোভাযাত্রা, বিধিভঙ্গের অভিযোগ বিএনপি প্রার্থীর

পিরোজপুরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

পিরোজপুরে বাসের ধাক্কায় নসিমন চালক নিহত

বার্ষিক পরীক্ষা না নিয়ে আন্দোলনে শিক্ষকেরা: নেছারাবাদে শিক্ষক-অভিভাবকদের ধাক্কাধাক্কি