হোম > সারা দেশ > পিরোজপুর

পিরোজপুরে ছাত্র আন্দোলনের ২ গ্রুপে সংঘর্ষ , আহত ৫ 

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন ছাত্র আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ সোমবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন রেদওয়ান আহম্মেদ (২২), স্বাধীন (২০), মাশরাফি (১৯), বাকি দুজনের নাম–পরিচয় জানা যায়নি।

জানা যায়, আজ বেলা আড়াইটার দিকে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা শুরু হলে দুই গ্রুপের মধ্যে কথা-কাটাকাটি ও হামলার ঘটনা ঘটে। এতে পাঁচ শিক্ষার্থী আহত হন। আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরে ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। সভায় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ, সানজানা আফিফা অদিতি, এস এ সাঈদ প্রমুখ।

এ বিষয়ে ছাত্র আন্দোলনের নেত্রী আসমা আরা মিতু আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের আন্দোলনে যখন বিজয় আসছে, তখন আমাদের মধ্যে অনুপ্রবেশকারী ঢুকে পড়ে। তারাই আজকে এ হামলার ঘটনা ঘটিয়েছে।’

আরেক নেত্রী জান্নাত রোশনী বলেন, ‘এত নেতা–কর্মী আগে ছিল না। আজকে যারা এ ঘটনা ঘটিয়েছে, তারা হলো সুযোগ সন্ধানী। সুযোগ বুঝেই তারা এ ঘটনা ঘটিয়েছে।’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘মতবিনিময় সভায় কোনো হামলার ঘটনা ঘটেনি। ছাত্ররা ভেতরে বসা নিয়ে হাতাহাতি করেছে।’

অঙ্গীকারনামা লিখে বিএনপিতে যোগ দিলেন ছাত্রলীগ নেতা

আপিলেও টিকল না মনোনয়ন, পিরোজপুর-২ আসনে ঝরে পড়লেন স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেন

ইউটিউবে ইনকিউবেটরে মুরগির বাচ্চা ফুটানো শিখে আব্দুর রহমানের ভাগ্যবদল

পিরোজপুরে সাবেক স্ত্রীকে হত্যাচেষ্টা, হাসপাতালে গিয়েও হামলা: অভিযুক্ত আটক

নেছারাবাদে ছিনতাইকারী সন্দেহে যুবক আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

নির্দোষ আওয়ামী লীগসহ সাধারণ মানুষকে হয়রানি না করার দাবি বিএনপি নেতার

নেছারাবাদে জামায়াত প্রার্থীর বিজয় শোভাযাত্রা, বিধিভঙ্গের অভিযোগ বিএনপি প্রার্থীর

পিরোজপুরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

পিরোজপুরে বাসের ধাক্কায় নসিমন চালক নিহত

বার্ষিক পরীক্ষা না নিয়ে আন্দোলনে শিক্ষকেরা: নেছারাবাদে শিক্ষক-অভিভাবকদের ধাক্কাধাক্কি