হোম > সারা দেশ > পিরোজপুর

পিরোজপুর ও বাগেরহাটের ১৩ জেলে ভারতের কারাগারে, দাবি স্বজনদের

পিরোজপুর প্রতিনিধি

মাছ ধরার নৌকা। ছবি: আজকের পত্রিকা

পিরোজপুর ও বাগেরহাটের ১৩ জেলে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ভারতের কোস্টগার্ডের হাতে আটক হয়েছেন বলে দাবি করেছেন তাঁদের স্বজনেরা। আটক জেলেদের মধ্যে ইন্দুরকানী উপজেলার তিনজন এবং পার্শ্ববর্তী বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার চন্ডিপুর এলাকার ১০ জন রয়েছেন। স্বজনেরা বলছেন, জেলেরা পশ্চিমবঙ্গের কাটদ্বীপ জেল-হাজতে রয়েছেন।

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার আটক তিন জেলে হলেন আল-আমিন, তরিকুল ইসলাম এবং শাহাদাৎ হোসেন। উপজেলার বিভিন্ন গ্রামে তাঁদের বাড়ি।

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার চন্ডিপুর এলাকার জেলেরা হলেন খোকন মাঝি, খায়রুল বাশার, মিরাজ শেখ, তরিকুল ডাকুয়া, শহিদুল ইসলাম, আকরাম খান, ইউসুফ মোল্লা রাজু শেখ, রাকিব সিকদার, মারুফ বেপারী।

ট্রলারমালিকের বরাত দিয়ে ইন্দুরকানীর জেলেদের স্বজনেরা জানান, ১২ সেপ্টেম্বর বিকেলে মালেক বেপারীর এম ভি মায়ের দোয়া নামের একটি ফিশিং ট্রলার নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে যান জেলেরা। তাঁরা ১নং চালনার খাড়িবয়া এলাকায় জাল ফেলার পর ট্রলারের ইঞ্জিন নষ্ট হয়ে গেলে তা মেরামতের চেষ্টা করে ব্যর্থ হন। পরে সাগরের ঢেউয়ে ভেসে ট্রলারসহ জেলেরা ভারতের সীমানায় চলে যান। ১৭ সেপ্টেম্বর সকালে ভারতের কোস্টগার্ড ট্রলারসহ ১৩ জেলেকে আটক করে পশ্চিমবঙ্গের কাটদ্বীপ জেল-হাজতে নিয়ে যায়।

এ বিষয়ে ট্রলারমালিক মালেক বেপারী জানান, ‘আমাদের পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার তিন জেলেসহ সব জেলেকে বর্তমানে ভারতের কারাগারে রাখা হয়েছে। ভারতের সীমানায় প্রবেশ করায় তাঁদের আটক করা হয়েছে বলে শুনেছি। জেলে পরিবারগুলোতে আহাজারি চলছে।’

এ বিষয়ে ইন্দুরকানী উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ রহমান বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। আমাদের লোক খোঁজখবর নিচ্ছেন। এরপর বিস্তারিত বলা যাবে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’ এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্নামত বলেন, ‘পিরোজপুরে কত জন জেলে নিখোঁজ বা আটক রয়েছেন আমরা তার খোঁজখবর নিচ্ছি।’

অঙ্গীকারনামা লিখে বিএনপিতে যোগ দিলেন ছাত্রলীগ নেতা

আপিলেও টিকল না মনোনয়ন, পিরোজপুর-২ আসনে ঝরে পড়লেন স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেন

ইউটিউবে ইনকিউবেটরে মুরগির বাচ্চা ফুটানো শিখে আব্দুর রহমানের ভাগ্যবদল

পিরোজপুরে সাবেক স্ত্রীকে হত্যাচেষ্টা, হাসপাতালে গিয়েও হামলা: অভিযুক্ত আটক

নেছারাবাদে ছিনতাইকারী সন্দেহে যুবক আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

নির্দোষ আওয়ামী লীগসহ সাধারণ মানুষকে হয়রানি না করার দাবি বিএনপি নেতার

নেছারাবাদে জামায়াত প্রার্থীর বিজয় শোভাযাত্রা, বিধিভঙ্গের অভিযোগ বিএনপি প্রার্থীর

পিরোজপুরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

পিরোজপুরে বাসের ধাক্কায় নসিমন চালক নিহত

বার্ষিক পরীক্ষা না নিয়ে আন্দোলনে শিক্ষকেরা: নেছারাবাদে শিক্ষক-অভিভাবকদের ধাক্কাধাক্কি