হোম > সারা দেশ > পিরোজপুর

নেছারাবাদে লঞ্চ কর্মচারীকে পিটিয়ে হত্যা

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের নেছারাবাদে প্রতিপক্ষের পিটুনিতে হাসান বেপারী (৪০) নামের এক লঞ্চ কর্মচারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার সকালে উপজেলার গগন গ্রামের কর্মকার পট্টিতে এ ঘটনা ঘটে। 

ওই এলাকার ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. রফিকুল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জের ধরে গগন গ্রামের সরোয়ার হোসেন (৪০) নামের এক ব্যক্তি হাসান বেপারীর মাথায় কাঠ দিয়ে আঘাত করেন। এতে তাঁর মৃত্যু হয়। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত হাসান বেপারী বৈঠাকাটা-মিয়ারহাট পথের একটি লঞ্চের কর্মচারী ছিলেন। সকালে লঞ্চের কাজে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে রাস্তা দিয়ে হাঁটছিলেন। এ সময় সরোয়ার হাসান কাঠের একটি টুকরো দিয়ে হাসান বেপারীর মাথায় আঘাত করেন। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে আশপাশের লোকজন গিয়ে হাসানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন জানান, হাসান বেপারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে এখনো থানায় মামলা হয়নি। তবে অভিযুক্ত ব্যক্তিকে আটকের চেষ্টা চলছে। 

অঙ্গীকারনামা লিখে বিএনপিতে যোগ দিলেন ছাত্রলীগ নেতা

আপিলেও টিকল না মনোনয়ন, পিরোজপুর-২ আসনে ঝরে পড়লেন স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেন

ইউটিউবে ইনকিউবেটরে মুরগির বাচ্চা ফুটানো শিখে আব্দুর রহমানের ভাগ্যবদল

পিরোজপুরে সাবেক স্ত্রীকে হত্যাচেষ্টা, হাসপাতালে গিয়েও হামলা: অভিযুক্ত আটক

নেছারাবাদে ছিনতাইকারী সন্দেহে যুবক আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

নির্দোষ আওয়ামী লীগসহ সাধারণ মানুষকে হয়রানি না করার দাবি বিএনপি নেতার

নেছারাবাদে জামায়াত প্রার্থীর বিজয় শোভাযাত্রা, বিধিভঙ্গের অভিযোগ বিএনপি প্রার্থীর

পিরোজপুরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

পিরোজপুরে বাসের ধাক্কায় নসিমন চালক নিহত

বার্ষিক পরীক্ষা না নিয়ে আন্দোলনে শিক্ষকেরা: নেছারাবাদে শিক্ষক-অভিভাবকদের ধাক্কাধাক্কি