হোম > সারা দেশ > পিরোজপুর

পিরোজপুরে আইনজীবী হত্যাচেষ্টা মামলায় ৪ জন কারাগারে

পিরোজপুর প্রতিনিধি

প্রতীকী ছবি

পিরোজপুরের মঠবাড়িয়ায় আইনজীবী আবুল কালাম মো. খালিদের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার চার আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মজিবুর রহমান তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামিরা হলেন আ. রাজ্জাক ওরফে রঞ্জু (৫০), মনির হোসেন (৫২), রিয়াদুল করিম ওরফে আরজু (৫৫) ও রিয়াজ (২৫)। তাঁরা সবাই মঠবাড়িয়া উপজেলার পশ্চিম রাজপাড়া গ্রামের বাসিন্দা।

মামলা সূত্রে জানা যায়, গত ৩১ মার্চ মঠবাড়িয়া উপজেলার পশ্চিম রাজপাড়া গ্রামের বাসিন্দা আইনজীবী আবুল কালাম মো. খালিদ ঈদের নামাজ শেষ করা মাত্রই আসামিরা তাঁর ওপর হামলা চালিয়ে জখম করেন। পরে স্থানীয় লোকজন বাঁচাতে এগিয়ে এলে আসামিরা তাঁকে মৃত ভেবে ফেলে রেখে কয়েকটি হাত বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে সেখান থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় মঠবাড়িয়া থানায় একটি মামলা করা হয়। আজ (মঙ্গলবার) আসামিরা আদালতে হাজির হলে বিচারক তাঁদের কারাগারে পাঠান।

এ বিষয়ে আদালতের অতিরিক্ত পিপি ওয়াহিদ হাসান বাবু বলেন, ‘আসামিরা দীর্ঘদিন পলাতক ছিলেন। উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ শুনানি শেষে আদালত তাঁদের কারাগারে পাঠান।’

বার্ষিক পরীক্ষা না নিয়ে আন্দোলনে শিক্ষকেরা: নেছারাবাদে শিক্ষক-অভিভাবকদের ধাক্কাধাক্কি

নেছারাবাদে স্কুলঘেঁষা বালুর পাহাড়! শিক্ষার্থীদের নিত্যসঙ্গী ধুলা-দুর্ভোগ

বাউল আবুল সরকারের বিচার দাবিতে পিরোজপুরে আইনজীবীদের বিক্ষোভ

ছারছীনা দরবার শরিফের ১৩৫তম ঈছালে ছাওয়াব মাহফিল শুরু, যোগ দেবেন মির্জা ফখরুল

আজ প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন: নেছারাবাদে ব্যানারে হাস্যকর ভুল

পিরোজপুর ২ আসন: নেছারাবাদ থেকে ধানের শীষের প্রার্থী দেওয়ার দাবিতে মিছিল ও মানববন্ধন

পিরোজপুরে গণপিটুনিতে এক ডাকাত নিহত, আহত অবস্থায় আটক ১

নেছারাবাদে ভূমিকম্পে দুলে ওঠে ঘরবাড়ি, আতঙ্কে স্থানীয়রা

নেছারাবাদে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের ভাই গ্রেপ্তার