হোম > সারা দেশ > পিরোজপুর

পিরোজপুরে বিএনপির সমাবেশে ছাত্রলীগের হামলার অভিযোগ 

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশে ছাত্রলীগের হামলার অভিযোগ উঠেছে। হামলায় ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। বিএনপি নেতাদের অভিযোগ, আজ শুক্রবার বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে জ্বালানি তেল, গ্যাস ও দ্রব্যমূল্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশের শেষ মুহূর্তে এ হামলার ঘটনা ঘটে। 

জেলা বিএনপির সদস্যসচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু জানান, হামলায় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক বদিউজ্জামান শেখ রুবেল, জেলা ছাত্রদলের সদস্য মকোদ্দেস ও মো. মুন্না সেখ গুরুতর আহত হয়েছেন। আহতদের পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হয়েছে। বিএনপি কার্যালয়েও ভাঙচুর চালানো হয়েছে। হামলায় বিএনপির কমপক্ষে ১০ নেতা-কর্মী আহত হয়েছেন। এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। 

এর আগে জেলা বিএনপির আয়োজনে শহরের পোস্ট অফিস সড়কে বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং সদস্যসচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু’র সঞ্চালনায় বক্তব্য রাখেন নেতারা। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. আবুল কালাম আকন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শহিদুল্লাহ শহিদ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ হাসানুল কবির লীন প্রমুখ। 

বক্তারা জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধির কঠোর সমালোচনা করেন এবং ভোলায় ছাত্রদল নেতা ও স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যুতে শোক প্রকাশ করে তাঁদের রুহের মাগফিরাত কামনা করেন।

ইউটিউবে ইনকিউবেটরে মুরগির বাচ্চা ফুটানো শিখে আব্দুর রহমানের ভাগ্যবদল

পিরোজপুরে সাবেক স্ত্রীকে হত্যাচেষ্টা, হাসপাতালে গিয়েও হামলা: অভিযুক্ত আটক

নেছারাবাদে ছিনতাইকারী সন্দেহে যুবক আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

নির্দোষ আওয়ামী লীগসহ সাধারণ মানুষকে হয়রানি না করার দাবি বিএনপি নেতার

নেছারাবাদে জামায়াত প্রার্থীর বিজয় শোভাযাত্রা, বিধিভঙ্গের অভিযোগ বিএনপি প্রার্থীর

পিরোজপুরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

পিরোজপুরে বাসের ধাক্কায় নসিমন চালক নিহত

বার্ষিক পরীক্ষা না নিয়ে আন্দোলনে শিক্ষকেরা: নেছারাবাদে শিক্ষক-অভিভাবকদের ধাক্কাধাক্কি

নেছারাবাদে স্কুলঘেঁষা বালুর পাহাড়! শিক্ষার্থীদের নিত্যসঙ্গী ধুলা-দুর্ভোগ

বাউল আবুল সরকারের বিচার দাবিতে পিরোজপুরে আইনজীবীদের বিক্ষোভ