হোম > সারা দেশ > পিরোজপুর

নেশার টাকা না পেয়ে বাবার বসতঘরে আগুন দিল মাদকাসক্ত ছেলে

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের নেছারাবাদে নেশার টাকা চেয়ে না পাওয়ায় বাবার বসতঘরে আগুন লাগিয়ে দিয়েছেন আনোয়ার হোসেন নামের এক মাদকাসক্ত। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার জলাবাড়ী ইউনিয়নের কামারকাঠিতে এই ঘটনা ঘটে। ভুক্তভোগীর দাবি, আগুনে দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত আব্দুস সাত্তার বলেন, ‘আমার ছেলে একজন মাদকাসক্ত। সে প্রায়ই আমাকে ও আমার স্ত্রীকে মারধর করতে আসে। তাই ওর ভয়ে ঘর ছেড়ে মাঝেমধ্যে মেয়ের বাড়ি গিয়ে থাকি। ঘটনার দিন সে বেশ কিছু টাকা দাবি করে। আমি দিতে অস্বীকৃতি জানালে সে রাতে ঘরে আগুন লাগিয়ে দেয়। তাতে দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।’

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. নুরুল আমীন লিটন বলেন, ‘তাঁর ছেলে একজন মাদকাসক্ত। এ নিয়ে তাঁর বাবা আমার কাছে নালিশ করতেন। ঘটনার দিন আনোয়ার তার বাবার কাছে টাকা চায়। তার বাবা তা না দেওয়ায় রাতে ঘরে আগুন ধরিয়ে দেয়।’

নেছারাবাদ ফায়ার সার্ভিসের নায়েক মো. তরিকুল আলম বলেন, আগুনে ৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এ সময় ২ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, সাত্তার হোসেনের ছেলে আনোয়ার হোসেন ঘরে আগুন লাগিয়ে দিয়েছেন।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহমেদ বলেন, ‘আগুন লাগা ঘরের মালিক সাত্তার হোসেন বলেছেন, তাঁর ছেলে এই কাজ করেছেন। তবে এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি।’

ইউটিউবে ইনকিউবেটরে মুরগির বাচ্চা ফুটানো শিখে আব্দুর রহমানের ভাগ্যবদল

পিরোজপুরে সাবেক স্ত্রীকে হত্যাচেষ্টা, হাসপাতালে গিয়েও হামলা: অভিযুক্ত আটক

নেছারাবাদে ছিনতাইকারী সন্দেহে যুবক আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

নির্দোষ আওয়ামী লীগসহ সাধারণ মানুষকে হয়রানি না করার দাবি বিএনপি নেতার

নেছারাবাদে জামায়াত প্রার্থীর বিজয় শোভাযাত্রা, বিধিভঙ্গের অভিযোগ বিএনপি প্রার্থীর

পিরোজপুরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

পিরোজপুরে বাসের ধাক্কায় নসিমন চালক নিহত

বার্ষিক পরীক্ষা না নিয়ে আন্দোলনে শিক্ষকেরা: নেছারাবাদে শিক্ষক-অভিভাবকদের ধাক্কাধাক্কি

নেছারাবাদে স্কুলঘেঁষা বালুর পাহাড়! শিক্ষার্থীদের নিত্যসঙ্গী ধুলা-দুর্ভোগ

বাউল আবুল সরকারের বিচার দাবিতে পিরোজপুরে আইনজীবীদের বিক্ষোভ