হোম > সারা দেশ > পিরোজপুর

মাদক সেবনে নিষেধ করায় ব্যবসায়ীকে বেধড়ক পিটুনি

পিরোজপুর প্রতিনিধি

আহত ব্যবসায়ী আব্দুল হাই খান। ছবি: আজকের পত্রিকা

পিরোজপুরের ইন্দুরকানীতে মাদক সেবনে নিষেধ করায় আব্দুল হাই খান (৪৫) নামের এক ব্যবসায়ীকে দুই যুবক বেধড়ক পিটিয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ রোববার দুপুরে উপজেলার বালিপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পশ্চিম বালিপাড়া এলাকায় জসিম খান (২৩) ও রাকিব সেফাই (২২) রাস্তার পাশে বসে মাদক সেবন করছিলেন। এ সময় ওই এলাকার আব্দুল হাই খান তাঁদের মাদক সেবন করতে নিষেধ করেন। তখন তাঁরাক্ষিপ্ত হয়ে হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে আব্দুল হাই খানের হাত ও পা ভেঙে দেন। পরে তাঁকে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয় অভিযুক্ত জসিম ও রাকিবের মোবাইল ফোনে কল দিলে নাম্বার বন্ধ পাওয়া যায়।

আহত আব্দুল হাই খানের বাবা আশরাফ আলী বলেন, ‘আমার ছেলে মাদক সেবনে নিষেধ করায় জসিম ও রাকিব উত্তেজিত হয়ে হামলা চালায়। তাদের হাতুড়ি ও লোহার রডের আঘাতে আমার ছেলের হাত-পা ভেঙে গেছে, মাথায় আঘাত লেগেছে। তারা কিছুদিন আগে আমার কাছে ২ লাখ টাকা চাঁদা চেয়েছিল। হামলাকারীরা এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন, ‘এ বিষয় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ইউটিউবে ইনকিউবেটরে মুরগির বাচ্চা ফুটানো শিখে আব্দুর রহমানের ভাগ্যবদল

পিরোজপুরে সাবেক স্ত্রীকে হত্যাচেষ্টা, হাসপাতালে গিয়েও হামলা: অভিযুক্ত আটক

নেছারাবাদে ছিনতাইকারী সন্দেহে যুবক আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

নির্দোষ আওয়ামী লীগসহ সাধারণ মানুষকে হয়রানি না করার দাবি বিএনপি নেতার

নেছারাবাদে জামায়াত প্রার্থীর বিজয় শোভাযাত্রা, বিধিভঙ্গের অভিযোগ বিএনপি প্রার্থীর

পিরোজপুরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

পিরোজপুরে বাসের ধাক্কায় নসিমন চালক নিহত

বার্ষিক পরীক্ষা না নিয়ে আন্দোলনে শিক্ষকেরা: নেছারাবাদে শিক্ষক-অভিভাবকদের ধাক্কাধাক্কি

নেছারাবাদে স্কুলঘেঁষা বালুর পাহাড়! শিক্ষার্থীদের নিত্যসঙ্গী ধুলা-দুর্ভোগ

বাউল আবুল সরকারের বিচার দাবিতে পিরোজপুরে আইনজীবীদের বিক্ষোভ