হোম > সারা দেশ > পিরোজপুর

শ্রেণিকক্ষে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে শিক্ষিকা বরখাস্ত

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

শ্রেণিকক্ষে বোরকা পরা ও ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে নেছারাবাদ উপজেলার কামারকাঠি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা কাকলী রানী মিস্ত্রীকে সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয় ম্যানেজিং কমিটি। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল বরণ হালদার।

প্রধান শিক্ষক সুনীল বরণ হালদার বলেন, ‘ওই শিক্ষিকা তাঁর দোষ স্বীকার করেছেন। আজ (মঙ্গলবার) বিকেলে ম্যানেজিং কমিটির সভার সিদ্ধান্তের প্রেক্ষিতে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’

শিক্ষার্থী ও বিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, সহকারী শিক্ষিকা কাকলী বিদ্যালয়ের দশম শ্রেণির সামাজিক বিজ্ঞান ক্লাসে মুসলমান মেয়েদের বোরকা পরা এবং ইসলাম ধর্ম নিয়ে বাজে মন্তব্য করেন। এ সময় ছাত্রীরা বিষয়টি তাৎক্ষণিক প্রধান শিক্ষককে জানালে তিনি বিষয়টিতে গুরুত্ব না দিয়ে ছাত্রীদের ফিরিয়ে দেন। পরে ছাত্রীরা বিষয়টি বাড়িতে গিয়ে জানালে অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

আরও জানা যায়, মঙ্গলবার সকালে ছাত্রী অভিভাবকসহ স্থানীয়রা বিদ্যালয় চত্বরে জড়ো হন। খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, ইউএনও মো. মোশারেফ হোসেন, পৌর মেয়র গোলাম কবির, ওসি আবির মোহাম্মদ হোসেন দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিলে পরিস্থিতি শান্ত হয়।

অঙ্গীকারনামা লিখে বিএনপিতে যোগ দিলেন ছাত্রলীগ নেতা

আপিলেও টিকল না মনোনয়ন, পিরোজপুর-২ আসনে ঝরে পড়লেন স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেন

ইউটিউবে ইনকিউবেটরে মুরগির বাচ্চা ফুটানো শিখে আব্দুর রহমানের ভাগ্যবদল

পিরোজপুরে সাবেক স্ত্রীকে হত্যাচেষ্টা, হাসপাতালে গিয়েও হামলা: অভিযুক্ত আটক

নেছারাবাদে ছিনতাইকারী সন্দেহে যুবক আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

নির্দোষ আওয়ামী লীগসহ সাধারণ মানুষকে হয়রানি না করার দাবি বিএনপি নেতার

নেছারাবাদে জামায়াত প্রার্থীর বিজয় শোভাযাত্রা, বিধিভঙ্গের অভিযোগ বিএনপি প্রার্থীর

পিরোজপুরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

পিরোজপুরে বাসের ধাক্কায় নসিমন চালক নিহত

বার্ষিক পরীক্ষা না নিয়ে আন্দোলনে শিক্ষকেরা: নেছারাবাদে শিক্ষক-অভিভাবকদের ধাক্কাধাক্কি