হোম > সারা দেশ > পিরোজপুর

শ্রেণিকক্ষে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে শিক্ষিকা বরখাস্ত

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

শ্রেণিকক্ষে বোরকা পরা ও ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে নেছারাবাদ উপজেলার কামারকাঠি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা কাকলী রানী মিস্ত্রীকে সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয় ম্যানেজিং কমিটি। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল বরণ হালদার।

প্রধান শিক্ষক সুনীল বরণ হালদার বলেন, ‘ওই শিক্ষিকা তাঁর দোষ স্বীকার করেছেন। আজ (মঙ্গলবার) বিকেলে ম্যানেজিং কমিটির সভার সিদ্ধান্তের প্রেক্ষিতে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’

শিক্ষার্থী ও বিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, সহকারী শিক্ষিকা কাকলী বিদ্যালয়ের দশম শ্রেণির সামাজিক বিজ্ঞান ক্লাসে মুসলমান মেয়েদের বোরকা পরা এবং ইসলাম ধর্ম নিয়ে বাজে মন্তব্য করেন। এ সময় ছাত্রীরা বিষয়টি তাৎক্ষণিক প্রধান শিক্ষককে জানালে তিনি বিষয়টিতে গুরুত্ব না দিয়ে ছাত্রীদের ফিরিয়ে দেন। পরে ছাত্রীরা বিষয়টি বাড়িতে গিয়ে জানালে অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

আরও জানা যায়, মঙ্গলবার সকালে ছাত্রী অভিভাবকসহ স্থানীয়রা বিদ্যালয় চত্বরে জড়ো হন। খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, ইউএনও মো. মোশারেফ হোসেন, পৌর মেয়র গোলাম কবির, ওসি আবির মোহাম্মদ হোসেন দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিলে পরিস্থিতি শান্ত হয়।

বার্ষিক পরীক্ষা না নিয়ে আন্দোলনে শিক্ষকেরা: নেছারাবাদে শিক্ষক-অভিভাবকদের ধাক্কাধাক্কি

নেছারাবাদে স্কুলঘেঁষা বালুর পাহাড়! শিক্ষার্থীদের নিত্যসঙ্গী ধুলা-দুর্ভোগ

বাউল আবুল সরকারের বিচার দাবিতে পিরোজপুরে আইনজীবীদের বিক্ষোভ

ছারছীনা দরবার শরিফের ১৩৫তম ঈছালে ছাওয়াব মাহফিল শুরু, যোগ দেবেন মির্জা ফখরুল

আজ প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন: নেছারাবাদে ব্যানারে হাস্যকর ভুল

পিরোজপুর ২ আসন: নেছারাবাদ থেকে ধানের শীষের প্রার্থী দেওয়ার দাবিতে মিছিল ও মানববন্ধন

পিরোজপুরে গণপিটুনিতে এক ডাকাত নিহত, আহত অবস্থায় আটক ১

নেছারাবাদে ভূমিকম্পে দুলে ওঠে ঘরবাড়ি, আতঙ্কে স্থানীয়রা

নেছারাবাদে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের ভাই গ্রেপ্তার