হোম > সারা দেশ > পিরোজপুর

নাজিরপুরে স্বাস্থ্য বিধি না মেনে করোনার টিকা কার্যক্রম

প্রতিনিধি

নাজিরপুর (পিরোজপুর): নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লাইনে দাঁড়িয়ে স্বাস্থ্যবিধি না মেনে করোনার টিকা নিচ্ছে শত শত মানুষ।

আজ শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায় স্বাস্থ্যবিধি না মেনেই মানুষ লাইনে দাড়িয়ে করোনার টিকা নিচ্ছেন। অনেকের মুখে নেই মাস্ক। কেউ আবার বাচ্চা নিয়ে লাইনে দাড়িয়ে আছে। কে কার আগে টিকা গ্রহণ করবে বলে হুমড়ি খেয়ে পরছে। তত্বাবধায়নে পুলিশ থাকলেও তারা যেন নীরব ভূমিকা পালন করছে।

নাজিরপুরে এ পর্যন্ত প্রথম ডোজের টিকা গ্রহণ করেছে ৬ হাজার ৫শ জন। অন্যদিকে এখন পর্যন্ত ২য় ডোজ নিয়েছেন ১০ হাজার জন। প্রথম ডোজ নেওয়ায় হালকা জ্বর ও শরীর ব্যথা হওয়ায় ২য় ডোজ নিতে ভয় পাচ্ছে অনেকেই। বর্তমান করোনা প্রাদূর্ভাবের কারণে প্রথম ডোজ নেওয়ার জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়েছে।  

এ ব্যাপারে শিশু নিয়ে লাইনে দাঁড়ানো লিটন হালদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, পুরুষ এবং মহিলাদের ভ্যাকসিন নেওয়ার জন্য একটি মাত্র বুথ চালু থাকায় আমাদের এ বিপাকে পড়তে হয়েছে।

নাজিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফজলে বাড়ীর কাছে এ বিষয় জানতে চাইলে তিনি বলেন, এতে আমার কি করার আছে। জনগণ স্বাস্থ্যবিধি মানছে না। আমরা যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রশাসন আমাদের সহায়তা করলেও জনগণ তা মানছে না।

পিরোজপুর টিটিসির দুই প্রশিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

অঙ্গীকারনামা লিখে বিএনপিতে যোগ দিলেন ছাত্রলীগ নেতা

আপিলেও টিকল না মনোনয়ন, পিরোজপুর-২ আসনে ঝরে পড়লেন স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেন

ইউটিউবে ইনকিউবেটরে মুরগির বাচ্চা ফুটানো শিখে আব্দুর রহমানের ভাগ্যবদল

পিরোজপুরে সাবেক স্ত্রীকে হত্যাচেষ্টা, হাসপাতালে গিয়েও হামলা: অভিযুক্ত আটক

নেছারাবাদে ছিনতাইকারী সন্দেহে যুবক আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

নির্দোষ আওয়ামী লীগসহ সাধারণ মানুষকে হয়রানি না করার দাবি বিএনপি নেতার

নেছারাবাদে জামায়াত প্রার্থীর বিজয় শোভাযাত্রা, বিধিভঙ্গের অভিযোগ বিএনপি প্রার্থীর

পিরোজপুরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

পিরোজপুরে বাসের ধাক্কায় নসিমন চালক নিহত