পিরোজপুরের মাল্টিপারপাস কোম্পানি এহসান গ্রুপের কাছে পাওনা টাকা ফিরে পেতে ভুক্তভোগীরা পিরোজপুর শহরের বাইপাস সড়কে এহসান গ্রুপের কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন। আজ শনিবার সকালে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন এহসান গ্রুপের কয়েক শ গ্রাহক।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, এহসান গ্রুপের পরিচালক রাগীব আহসান ধর্মীয় অনুভূতি কাজে লাগিয়ে গ্রাহকদের হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছেন। জবাবদিহি না করার জন্য তাঁর স্ত্রীকে চেয়ারম্যান, বাবাকে উপদেষ্টা এবং অন্যান্য পদে পরিবারের অন্য সদস্যদের বসিয়েছেন। গ্রাহকদের টাকা দিয়ে জায়গা-জমি কিনেছেন পরিবারের সদস্যদের নামে।
এ সময় ভুক্তভোগীরা এহসান গ্রুপের সব প্রতিষ্ঠান ও সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবি জানিয়ে বলেন, গ্রাহকদের টাকায় কেনা সম্পত্তি জেলা প্রশাসনের দায়িত্বে রেখে পরে গ্রাহকদের তা ফিরিয়ে দিতে হবে।
মানববন্ধন শেষে আঞ্চলিক মহাসড়ক আটকে বিক্ষোভ সমাবেশ করেন কয়েক শ গ্রাহক। এ সময় রাস্তা অবরোধ করে মাওলানা রাগীব আহসানের বিরুদ্ধে স্লোগান দেন বিক্ষুব্ধ ভুক্তভোগীরা। পরে গ্রাহক নেতা ও পুলিশের সহায়তায় রাস্তা খুলে দেওয়া হয়।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদুজ্জামান বলেন, ভুক্তভোগীরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন। মূল হোতাকে গ্রেপ্তারের পর অন্য আসামি শামীম খানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, গ্রাহকদের কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ করে আত্মগোপনে থাকা পিরোজপুরের মাল্টিপারপাস কোম্পানি এহসান গ্রুপের পরিচালক মুফতি মাওলানা রাগীব আহসান ও তাঁর তিন ভাইকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করে র্যাব। অপর দুই ভাই মাহমুদুল হাসান ও খাইরুল ইসলামকে পিরোজপুরের খলিশাখালীর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।