হোম > সারা দেশ > পিরোজপুর

প্রধানমন্ত্রীর চাচি ও এমপি শেখ এ্যানী রহমান মারা গেছেন

পিরোজপুর প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি ও পিরোজপুরের সংরক্ষিত নারী আসন-১৯ এর সংসদ সদস্য শেখ এ্যানী রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার দুপুর ১টা ৪৬ মিনিটে ব্যাংককের বুমরুনগ্রাদ আন্তর্জাতিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান তিনি।

পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাকসুদুর ইসলাম লিটন সিকদার এ তথ্য নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি দীর্ঘ নয় মাস যাবৎ ক্যানসারসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে ব্যাংককের এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। 

শেখ এ্যানী রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চাচাতো ভাই শেখ হাফিজুর রহমানের স্ত্রী ও প্রধানমন্ত্রীর শেখ হাসিনার চাচি। মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

শেখ এ্যানী রহমানের বাবা এনায়েত হোসেন পিরোজপুর আসনের সাবেক সংসদ সদস্য ও এক সময় জেলা আওয়ামী লীগের সাবেক সম্পাদক ও সভাপতি ছিলেন। শেখ এ্যানী রহমানের জন্মস্থান স্বরূপকাঠি উপজেলার সমুদয়কাঠী ইউনিয়নের সেহাংঙ্গল গ্রামে। তবে তিনি পিরোজপুর শহরের পাড়েরহাট সড়কে মহিলা কলেজের সামনে তাঁর বাবার বাড়িতে থাকতেন। 

শেখ এ্যানী রহমানের বন্ধু সাংবাদিক মুনিরুজ্জামান নাসিম জানান, তাঁর বাবার বাসা শহরের মহিলা কলেজের সামনে। শেখ এ্যানী রহমানের জন্মস্থান স্বরূপকাঠি হলেও পিরোজপুরে আসলে তিনি সেখানেই থাকতেন। তার বাবা মরহুম এনায়েত হোসেন পিরোজপুর আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। তাঁর বাবার কবর পিরোজপুর পৌর কবরস্থানে রয়েছে, তাই ধারণা করা হচ্ছে পৌর কবরস্থানের বাবার পাশেই তাঁকে কবর দেওয়া হবে। 

এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ. ম. রেজাউল করিম এমপি, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সদস্য সদস্য এ কে এম এ আউয়াল, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. হাবিবুর রহমান মালেক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মো. মজিবুর রহমান খালেক, জেলা পরিষদের চেয়ারম্যান সালমা রহমান হেপীসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ। 

নেছারাবাদে জামায়াত প্রার্থীর বিজয় শোভাযাত্রা, বিধিভঙ্গের অভিযোগ বিএনপি প্রার্থীর

পিরোজপুরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

পিরোজপুরে বাসের ধাক্কায় নসিমন চালক নিহত

বার্ষিক পরীক্ষা না নিয়ে আন্দোলনে শিক্ষকেরা: নেছারাবাদে শিক্ষক-অভিভাবকদের ধাক্কাধাক্কি

নেছারাবাদে স্কুলঘেঁষা বালুর পাহাড়! শিক্ষার্থীদের নিত্যসঙ্গী ধুলা-দুর্ভোগ

বাউল আবুল সরকারের বিচার দাবিতে পিরোজপুরে আইনজীবীদের বিক্ষোভ

ছারছীনা দরবার শরিফের ১৩৫তম ঈছালে ছাওয়াব মাহফিল শুরু, যোগ দেবেন মির্জা ফখরুল

আজ প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন: নেছারাবাদে ব্যানারে হাস্যকর ভুল

পিরোজপুর ২ আসন: নেছারাবাদ থেকে ধানের শীষের প্রার্থী দেওয়ার দাবিতে মিছিল ও মানববন্ধন

পিরোজপুরে গণপিটুনিতে এক ডাকাত নিহত, আহত অবস্থায় আটক ১