হোম > সারা দেশ > পিরোজপুর

শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে বাধা দেওয়ার অভিযোগ বিএনপির, অস্বীকার পুলিশের

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের নাজিরপুরে স্বাধীনতা দিবস উপলক্ষে নাজিরপুর কলেজ শহীদ মিনারে উপজেলা বিএনপি ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গেলে পুলিশি বাধায় ফুল দেওয়া পণ্ড হয়েছে বলে অভিযোগ করেছে উপজেলা বিএনপি। আজ শনিবার সকাল ৯টায় এর প্রতিবাদে নাজিরপুর উপজেলা বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাজিরপুর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম খান। অন্যদিকে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে পুলিশ।

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম খান বক্তব্যে বলেন, ‘আজ মহান স্বাধীনতা দিবস। যাঁরা তাজা রক্তের বিনিময়ে আমাদের দেশ স্বাধীন করেছেন তাঁদের শ্রদ্ধা জানাতে গেলে পুলিশ আমাদের ফুল দিতে বাধা দেয়, কয়েকজন নেতাকর্মীকেও আহত করে। পুলিশ জনগণের বন্ধু, পুলিশ কোনো রাজনৈতিক নেতাকর্মী নয়। তারা কেন আমাদের ফুল দিতে বাধা দেবে? আমাদের ব্যানার ছিনিয়ে নিবে? আমাদের ছাত্রনেতাদের শহীদ মিনারে বসে লাঞ্ছিত করবে? এবং আমাদের ছেলেদের ভিডিও রেকর্ডের মোবাইল ছিনিয়ে নিয়ে ভিডিও ডিলিট করবে?’ 

নজরুল ইসলাম খান আরও বলেন, ‘আমরা সংঘাত এড়ানোর জন্য উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে না গিয়ে কলেজ শহীদ মিনারে গিয়েছি, তার পরেও আমাদের পুলিশের বাধার মুখে পরতে হয়েছে। আমরা শান্তিপূর্ণভাবে শহীদদের স্মরণে ফুল দিতে চেয়েছিলাম, কিন্তু কয়েকজন পুলিশ অফিসারের নেতৃত্বে আমাদের ফুল দিতে বাধা দিলে আমরা ফিরে আসি। এ দেশে কোনো গণতন্ত্র নেই, আমরা এর সঠিক বিচার চাই।’ 

এ বিষয়ে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, ‘বিএনপির এই অভিযোগের সত্যতা নাই। তাঁদের ফুল তাঁরা দেবে, আমাদের বাধা দেওয়ার কিছু নাই। তবে আমি শুনেছি, নিজেদের মধ্যে নিজেরা ঝামেলা বিবাদ করে ফুল দেওয়া থেকে বিরত ছিল।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম খান, সহসভাপতি শেখ মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক রেজাউল করিম লিটন, সাংগঠনিক সম্পাদক শেখ রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আব্দুস ছালাম শেখ, ইউনিয়ন সভাপতি সরদার সাফায়েত হোসেন শাহীন, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তারেক আব্দুল্লাহ্ খান বাপ্পি, সাবেক ছাত্রনেতা রাসেলসহ বিএনপির নেতাকর্মীরা। 

পিরোজপুরে বাসের ধাক্কায় নসিমন চালক নিহত

বার্ষিক পরীক্ষা না নিয়ে আন্দোলনে শিক্ষকেরা: নেছারাবাদে শিক্ষক-অভিভাবকদের ধাক্কাধাক্কি

নেছারাবাদে স্কুলঘেঁষা বালুর পাহাড়! শিক্ষার্থীদের নিত্যসঙ্গী ধুলা-দুর্ভোগ

বাউল আবুল সরকারের বিচার দাবিতে পিরোজপুরে আইনজীবীদের বিক্ষোভ

ছারছীনা দরবার শরিফের ১৩৫তম ঈছালে ছাওয়াব মাহফিল শুরু, যোগ দেবেন মির্জা ফখরুল

আজ প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন: নেছারাবাদে ব্যানারে হাস্যকর ভুল

পিরোজপুর ২ আসন: নেছারাবাদ থেকে ধানের শীষের প্রার্থী দেওয়ার দাবিতে মিছিল ও মানববন্ধন

পিরোজপুরে গণপিটুনিতে এক ডাকাত নিহত, আহত অবস্থায় আটক ১

নেছারাবাদে ভূমিকম্পে দুলে ওঠে ঘরবাড়ি, আতঙ্কে স্থানীয়রা

নেছারাবাদে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার