হোম > সারা দেশ > পিরোজপুর

পিরোজপুরে অস্ত্র মামলায় একজনকে ১০ বছরের কারাদণ্ড

পিরোজপুর প্রতিনিধি

প্রতীকী ছবি

পিরোজপুরে অস্ত্র মামলায় একজনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান আসামির অনুপস্থিতিতে এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি বরগুনা সদর উপজেলার আমতলারপাড় গ্রামের মো. মোশারেফ হোসেনের পুত্র মো. রাজীব।

আদালত সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১৭ মার্চ পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার চরখালী ও নদমূলা এলাকায় গোয়েন্দা পুলিশের এসআই দেলোয়ার হোসাইন জসিমের নেতৃত্বে চোরাচালান, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে রাতে অভিযান চালানো হয়। ওই সময় দণ্ডপ্রাপ্ত রাজীবকে সন্দেহজনক ঘোরাঘুরি করতে দেখে ডিবি পুলিশের দল তাঁকে জিজ্ঞাসাবাদ করার একপর্যায়ে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। তখন পুলিশ তাঁকে আটক করে তাঁর দেহ তল্লাশি করে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করে।

পরে তাঁকে ভান্ডারিয়া থানায় নিয়ে যাওয়া হয় এবং এসআই দেলোয়ার হোসাইন বাদী হয়ে রাজীবের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেন। সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত আজ এই রায় দেন।

বরগুনা থানায় দণ্ডিত রাজীবের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে অন্তত ছয়টি মামলা রয়েছে বলে মামলা সূত্রে জানা গেছে।

মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল কালাম আকন ও আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আহসানুল কবির বাদল।

বার্ষিক পরীক্ষা না নিয়ে আন্দোলনে শিক্ষকেরা: নেছারাবাদে শিক্ষক-অভিভাবকদের ধাক্কাধাক্কি

নেছারাবাদে স্কুলঘেঁষা বালুর পাহাড়! শিক্ষার্থীদের নিত্যসঙ্গী ধুলা-দুর্ভোগ

বাউল আবুল সরকারের বিচার দাবিতে পিরোজপুরে আইনজীবীদের বিক্ষোভ

ছারছীনা দরবার শরিফের ১৩৫তম ঈছালে ছাওয়াব মাহফিল শুরু, যোগ দেবেন মির্জা ফখরুল

আজ প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন: নেছারাবাদে ব্যানারে হাস্যকর ভুল

পিরোজপুর ২ আসন: নেছারাবাদ থেকে ধানের শীষের প্রার্থী দেওয়ার দাবিতে মিছিল ও মানববন্ধন

পিরোজপুরে গণপিটুনিতে এক ডাকাত নিহত, আহত অবস্থায় আটক ১

নেছারাবাদে ভূমিকম্পে দুলে ওঠে ঘরবাড়ি, আতঙ্কে স্থানীয়রা

নেছারাবাদে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের ভাই গ্রেপ্তার