হোম > সারা দেশ > পিরোজপুর

ভান্ডারিয়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় ২ পথচারী নিহত, আহত ৪ 

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের ভান্ডারিয়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় দুই পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন। আজ সোমবার ভান্ডারিয়া-মঠবাড়িয়া সড়কের দক্ষিণ ইকরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন ভান্ডারিয়ার দক্ষিণ ইকরি ৬ নম্বর ওয়ার্ডের হোসেনের স্ত্রী ঝুমাইয়া আক্তার (৩২) ও হাওয়া (৯) নামের এক মেয়েশিশু। হাওয়ার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

আহতরা হলেন ইয়াসিন (৫), মায়া বেগম (৩৫) হাফিজা আক্তার (২৮) ও হোসেন (৩২)। গুরুতর অবস্থায় তাঁদেরকে বরিশাল শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ভান্ডারিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন ঘটনাস্থল থেকে জানান, দুর্ঘটনার পর পিকআপ ভ্যানের চালক পালিয়ে যান। পিকআপ ভ্যান আটক করা হয়েছে। এ ছাড়া গাড়ির স্টাফ সন্দেহে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

স্থানীয় লোকজন জানান, আজ সকালে চট্টগ্রামমুখী বাসের জন্য ভান্ডারিয়ার ইকরি গ্রামের সাহেববাড়ি এলাকায় সড়কের পাশে কয়েকজন অপেক্ষা করছিলেন। এ সময় মঠবাড়িয়ার দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে ঝুমাইয়া ও হাওয়া নিহত হন। আহতদের প্রথমে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রেজাউল ইসলাম বলেন, ‘আজ সকালে শিশুসহ চারজন সড়ক দুর্ঘটনায় আহত রোগীকে আনা হয়। তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের বরিশাল শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

বার্ষিক পরীক্ষা না নিয়ে আন্দোলনে শিক্ষকেরা: নেছারাবাদে শিক্ষক-অভিভাবকদের ধাক্কাধাক্কি

নেছারাবাদে স্কুলঘেঁষা বালুর পাহাড়! শিক্ষার্থীদের নিত্যসঙ্গী ধুলা-দুর্ভোগ

বাউল আবুল সরকারের বিচার দাবিতে পিরোজপুরে আইনজীবীদের বিক্ষোভ

ছারছীনা দরবার শরিফের ১৩৫তম ঈছালে ছাওয়াব মাহফিল শুরু, যোগ দেবেন মির্জা ফখরুল

আজ প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন: নেছারাবাদে ব্যানারে হাস্যকর ভুল

পিরোজপুর ২ আসন: নেছারাবাদ থেকে ধানের শীষের প্রার্থী দেওয়ার দাবিতে মিছিল ও মানববন্ধন

পিরোজপুরে গণপিটুনিতে এক ডাকাত নিহত, আহত অবস্থায় আটক ১

নেছারাবাদে ভূমিকম্পে দুলে ওঠে ঘরবাড়ি, আতঙ্কে স্থানীয়রা

নেছারাবাদে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের ভাই গ্রেপ্তার