হোম > সারা দেশ > পিরোজপুর

মঠবাড়িয়ায় কুপিয়ে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৪

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের মঠবাড়িয়ায় আমিরুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। গতকাল বুধবার নিহতের ভাই মাওলানা মো. নূরুল ইসলাম বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও পাঁচজনের বিরুদ্ধে মামলাটি করেছেন।

এদিকে এই ঘটনায় আটক চারজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। ঘটনার রাতেই তাঁদের আটক করা হয়েছিল। তাঁরা হলেন চালিতাবুনিয়া গ্রামের হায়দার আলী (৫১), তাঁর ছেলে তাহসিন আরবি (১৯), নিয়াজ মাহমুদ (১৭) ও হোসাইন (১৮)। নিহত আমিরুল ইসলাম ওই গ্রামের মোকসেদ আলী হাওলাদারের ছেলে। তাঁর দুই সন্তান রয়েছে।

থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২১ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে আমিরুল বাড়ি থেকে স্থানীয় চালিতাবুনিয়া দীনিয়া দাখিল মাদ্রাসা মাঠে ওয়াজ মাহফিলে যান। মাহফিল শেষে রাত দেড়টার দিকে গ্রামের সড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় ওত পেতে থাকা একদল সন্ত্রাসী তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে রাতেই পুলিশ আমিরুলের লাশ উদ্ধার করে। ঘটনার পরপরই হায়দার আলী, তাহসিন আরবি, নিয়াজ মাহামুদ ও হোসাইনকে আটক করে পুলিশ।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, আটক চারজনকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১০ দিন করে রিমান্ড চেয়ে আজ বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

পিরোজপুরে সাবেক স্ত্রীকে হত্যাচেষ্টা, হাসপাতালে গিয়েও হামলা: অভিযুক্ত আটক

নেছারাবাদে ছিনতাইকারী সন্দেহে যুবক আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

নির্দোষ আওয়ামী লীগসহ সাধারণ মানুষকে হয়রানি না করার দাবি বিএনপি নেতার

নেছারাবাদে জামায়াত প্রার্থীর বিজয় শোভাযাত্রা, বিধিভঙ্গের অভিযোগ বিএনপি প্রার্থীর

পিরোজপুরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

পিরোজপুরে বাসের ধাক্কায় নসিমন চালক নিহত

বার্ষিক পরীক্ষা না নিয়ে আন্দোলনে শিক্ষকেরা: নেছারাবাদে শিক্ষক-অভিভাবকদের ধাক্কাধাক্কি

নেছারাবাদে স্কুলঘেঁষা বালুর পাহাড়! শিক্ষার্থীদের নিত্যসঙ্গী ধুলা-দুর্ভোগ

বাউল আবুল সরকারের বিচার দাবিতে পিরোজপুরে আইনজীবীদের বিক্ষোভ

ছারছীনা দরবার শরিফের ১৩৫তম ঈছালে ছাওয়াব মাহফিল শুরু, যোগ দেবেন মির্জা ফখরুল