পিরোজপুরে জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশের লাঠিপেটা করার অভিযোগ উঠেছে। এতে বিএনপির ২৫ জন নেতা-কর্মী আহত হয়েছে বলে দাবি করেছে জেলা বিএনপি। আজ বুধবার বিকেলে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশ করে জেলা বিএনপি।
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধি ও টিসিবির মাধ্যমে সহনীয় মূল্যে গ্রাম-শহর সর্বত্র জনসাধারণের মধ্যে পণ্য সরবরাহের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, ‘সমাবেশে যোগ দিতে এলে শহরের বিভিন্ন জায়গায় বিএনপি ও সহযোগী সংগঠনের ২৫ নেতা-কর্মী পুলিশের লাঠিপেটায় আহত হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।’