হোম > সারা দেশ > পিরোজপুর

পিরোজপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশের লাঠিপেটার অভিযোগ, আহত ২৫

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরে জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশের লাঠিপেটা করার অভিযোগ উঠেছে। এতে বিএনপির ২৫ জন নেতা-কর্মী আহত হয়েছে বলে দাবি করেছে জেলা বিএনপি। আজ বুধবার বিকেলে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশ করে জেলা বিএনপি।

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধি ও টিসিবির মাধ্যমে সহনীয় মূল্যে গ্রাম-শহর সর্বত্র জনসাধারণের মধ্যে পণ্য সরবরাহের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, সরকারের সীমাহীন দুর্নীতি, লুটপাট ও সিন্ডিকেটের কারণে চাল, ডাল, তেল, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন দাম বাড়ছে। এ জন্য তারা টিসিবির মাধ্যমে সহনীয় মূল্যে গ্রাম ও শহরের সব জায়গায় সাধারণ জনগণের মাঝে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সরবরাহের দাবি জানান।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, ‘সমাবেশে যোগ দিতে এলে শহরের বিভিন্ন জায়গায় বিএনপি ও সহযোগী সংগঠনের ২৫ নেতা-কর্মী পুলিশের লাঠিপেটায় আহত হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।’

পিরোজপুর টিটিসির দুই প্রশিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

অঙ্গীকারনামা লিখে বিএনপিতে যোগ দিলেন ছাত্রলীগ নেতা

আপিলেও টিকল না মনোনয়ন, পিরোজপুর-২ আসনে ঝরে পড়লেন স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেন

ইউটিউবে ইনকিউবেটরে মুরগির বাচ্চা ফুটানো শিখে আব্দুর রহমানের ভাগ্যবদল

পিরোজপুরে সাবেক স্ত্রীকে হত্যাচেষ্টা, হাসপাতালে গিয়েও হামলা: অভিযুক্ত আটক

নেছারাবাদে ছিনতাইকারী সন্দেহে যুবক আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

নির্দোষ আওয়ামী লীগসহ সাধারণ মানুষকে হয়রানি না করার দাবি বিএনপি নেতার

নেছারাবাদে জামায়াত প্রার্থীর বিজয় শোভাযাত্রা, বিধিভঙ্গের অভিযোগ বিএনপি প্রার্থীর

পিরোজপুরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

পিরোজপুরে বাসের ধাক্কায় নসিমন চালক নিহত