হোম > সারা দেশ > পিরোজপুর

পিরোজপুরে বিএনপির পদযাত্রায় সংঘর্ষ, আটক ১০ 

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুর জেলা বিএনপির পদযাত্রায় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১০ জনকে আটক করেছে পুলিশ। 

পুলিশ বলছে, সংঘর্ষে পুলিশের ৭ সদস্য আহত হয়ে জেলা হাসপাতালে চিকিৎসাধীন। তবে বিএনপির নেতা-কর্মীরা দাবি করেন, পদযাত্রায় পুলিশের লাঠিচার্জে বিএনপি ও সংগঠনের ১০-১২ নেতা-কর্মী আহত হয়েছেন। 

আজ মঙ্গলবার দুপুরে শহরের সার্কিট হাউস সড়কে বিএনপির পদযাত্রা চলাকালে এ ঘটনা ঘটে। 

জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন ও সদস্যসচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু জানান, তাঁরা শান্তিপূর্ণভাবে পদযাত্রা করছিলেন। এ সময় পুলিশ লাঠিচার্জ করলে বিএনপি ও তাদের সংগঠনের ১০-১২ জন আহত হন। 

পুলিশ জানায়, শহরের সার্কিট হাউস সড়কে বিএনপির পদযাত্রা চলাকালীন বিএনপির নেতা-কর্মীরা পুলিশের ওপর লাঠিসোঁটা নিয়ে আক্রমণ করেন। এ সময় তাঁরা ইটও ছোড়ে। এ ঘটনায় পুলিশের ৭ সদস্য আহত হন। তাঁদের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হামলায় জড়িত ১০ জনকে আটক করে। 

এদিকে জেলা বিএনপির নেতাদের অভিযোগ শান্তিপূর্ণ পদযাত্রায় পুলিশ তাঁদের নেতা-কর্মীদের ওপর লাঠিচার্জ করেছে। 

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন জানান, পদযাত্রার নামে বিএনপির নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা চালান। তাঁরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করেছে।

নেছারাবাদে জামায়াত প্রার্থীর বিজয় শোভাযাত্রা, বিধিভঙ্গের অভিযোগ বিএনপি প্রার্থীর

পিরোজপুরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

পিরোজপুরে বাসের ধাক্কায় নসিমন চালক নিহত

বার্ষিক পরীক্ষা না নিয়ে আন্দোলনে শিক্ষকেরা: নেছারাবাদে শিক্ষক-অভিভাবকদের ধাক্কাধাক্কি

নেছারাবাদে স্কুলঘেঁষা বালুর পাহাড়! শিক্ষার্থীদের নিত্যসঙ্গী ধুলা-দুর্ভোগ

বাউল আবুল সরকারের বিচার দাবিতে পিরোজপুরে আইনজীবীদের বিক্ষোভ

ছারছীনা দরবার শরিফের ১৩৫তম ঈছালে ছাওয়াব মাহফিল শুরু, যোগ দেবেন মির্জা ফখরুল

আজ প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন: নেছারাবাদে ব্যানারে হাস্যকর ভুল

পিরোজপুর ২ আসন: নেছারাবাদ থেকে ধানের শীষের প্রার্থী দেওয়ার দাবিতে মিছিল ও মানববন্ধন

পিরোজপুরে গণপিটুনিতে এক ডাকাত নিহত, আহত অবস্থায় আটক ১