হোম > সারা দেশ > পিরোজপুর

বিয়ের ২০ দিনের মাথায় স্ত্রী-শাশুড়িকে গলা কেটে হত্যা

পিরোজপুর প্রতিনিধি

ভান্ডারিয়ায় স্ত্রী ও শাশুড়িকে গলা কেটে হত্যা। ছবি: আজকের পত্রিকা

বিয়ের ২০ দিনের মাথায় পিরোজপুরের ভান্ডারিয়ায় স্ত্রী ও শাশুড়িকে গলা কেটে হত্যা করেছে বাদল খান (৪৫) নামের এক যুবক। গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার ধাওয়া ইউনিয়নের দাওয়া গ্রামের খান বাড়িতে এ ঘটনা ঘটে।

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমদ আনওয়ার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

বাদল খান দাওয়া গ্রামের বাসিন্দা মৃত আজিজ খানের ছেলে। তিনি পেশায় চা বিক্রেতা। আর নিহত ব্যক্তিরা হলেন বাদলের স্ত্রী চম্পা বেগম (৩২) ও শাশুড়ি বিলকিস বেগম (৫০)। তাঁরা একই এলাকার বাসিন্দা।

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, উপজেলার ধাওয়া ইউনিয়নের ধাওয়া বাজারে বাদল খানের একটি চায়ের দোকান রয়েছে। বাদল খান ২০ দিন আগে চতুর্থ বিয়ে করেন চম্পা বেগমকে। তাঁর দ্বিতীয় স্ত্রীর দুই সন্তান রয়েছে।

গতকাল রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে বাদল ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে ঘরের মধ্যে স্ত্রী চম্পা ও শাশুড়ি বিলকিসকে হত্যা করেন। এ সময় ঘরে থাকা বাদলের আগের ঘরের শিশুসন্তান ঘর থেকে পালিয়ে পাশের বাড়িতে গিয়ে বিষয়টি জানায়।

বাদল দুজনকে হত্যার পরে ঘরে আগুন দেওয়ার চেষ্টার করে পালিয়ে যায়। বাদলের শিশুসন্তানের কাছে খবর পেয়ে পাশের বাড়ির লোকজন আগুন জ্বলতে দেখে তা নেভায়। স্থানীয় ও প্রতিবেশীদের ধারণা, পারিবারিক কলহের কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে।

স্থানীয় বাসিন্দা বাবুল হাওলাদার বলেন, ‘এর আগেও বাদলের পরিবারে কোলহ ছিল, শুনেছি। মাঝে মাঝে ঝগড়া হতো পরিবারে। গতকাল কী হয়েছে নিশ্চিত করে বলতে পারছি না, তবে রাতে তাঁর ছেলে পাশের বাড়িতে গিয়ে লোকজন ডেকে আনে। বাদল পালিয়ে গেছেন, ঘরে তাঁর স্ত্রী ও শাশুড়ির মরদেহ পড়ে আছে।’

এ বিষয়ে ধাওয়া ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান সিদ্দিকুল ইসলাম টুলু বলেন, পারিবারিক কোলহ থেকে এ ঘটনা ঘটেছে বলে আমরা ধারণা করছি। ঘটনার পরপরই বাদল পালিয়েছেন। এ ন্যক্কারজনক ঘটনায় অভিযুক্তদের বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।’

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমদ আনওয়ার বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পারিবারিক কোলাহল থেকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। অভিযুক্ত বাদল খানকে আটকের চেষ্টা চলছে।

বার্ষিক পরীক্ষা না নিয়ে আন্দোলনে শিক্ষকেরা: নেছারাবাদে শিক্ষক-অভিভাবকদের ধাক্কাধাক্কি

নেছারাবাদে স্কুলঘেঁষা বালুর পাহাড়! শিক্ষার্থীদের নিত্যসঙ্গী ধুলা-দুর্ভোগ

বাউল আবুল সরকারের বিচার দাবিতে পিরোজপুরে আইনজীবীদের বিক্ষোভ

ছারছীনা দরবার শরিফের ১৩৫তম ঈছালে ছাওয়াব মাহফিল শুরু, যোগ দেবেন মির্জা ফখরুল

আজ প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন: নেছারাবাদে ব্যানারে হাস্যকর ভুল

পিরোজপুর ২ আসন: নেছারাবাদ থেকে ধানের শীষের প্রার্থী দেওয়ার দাবিতে মিছিল ও মানববন্ধন

পিরোজপুরে গণপিটুনিতে এক ডাকাত নিহত, আহত অবস্থায় আটক ১

নেছারাবাদে ভূমিকম্পে দুলে ওঠে ঘরবাড়ি, আতঙ্কে স্থানীয়রা

নেছারাবাদে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের ভাই গ্রেপ্তার