হোম > সারা দেশ > পিরোজপুর

কাউখালীতে পৃথক ঘটনায় ২ শিশুর মৃত্যু

প্রতিনিধি, কাউখালী (পিরোজপুর) 

পিরোজপুরের কাউখালীতে পানিতে ডুবে শয়ন মৃধা নামের আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার এ ঘটনা ঘটে। একই দিনে ব্যাটারিচালিত অটো-রিকশা চাপায় আরেক মেহরাব হোসেন নামের আরেক শিশুর মৃত্যু হয়। 

পানিতে ডুবে মারা যাওয়া শিশু শয়ন মৃধা উপজেলার ২ নম্বর আমরাজুড়ী ইউনিয়নের গোপালপুর গ্রামের শেখর মৃধার ছেলে। এর আগে সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া চার বছরের শিশু মেহরাব হোসেন উপজেলার ডুমজুড়ী গ্রামের শাহা জালালের ছেলে। 

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শয়ন মৃধা বুধবার সন্ধ্যায় নিজ বাড়িতে খেলা করছিল। হঠাৎ সে মায়ের চোখের আড়াল হয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশের পুকুরে শিশুটির জুতা ভাসতে দেখে তল্লাশি চালিয়ে তাকে উদ্ধার করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে বিকেলে ব্যাটারিচালিত অটোরিকশা চাপায় মারা যায় শিশু মেহরাব হোসেন। মায়ের হাত ধরে নানা বাড়ি যাচ্ছিল মেহরাব। এ সময় চিরাপাড়া টেম্পোস্ট্যান্ডের কাছে পৌঁছালে পেছন থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশা শিশুটিকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে কাউখালী হাসপাতালে নিয়ে যায় এলাকাবাসী। শিশুটির অবস্থা আশঙ্কাজনক দেখে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। 

নেছারাবাদে জামায়াত প্রার্থীর বিজয় শোভাযাত্রা, বিধিভঙ্গের অভিযোগ বিএনপি প্রার্থীর

পিরোজপুরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

পিরোজপুরে বাসের ধাক্কায় নসিমন চালক নিহত

বার্ষিক পরীক্ষা না নিয়ে আন্দোলনে শিক্ষকেরা: নেছারাবাদে শিক্ষক-অভিভাবকদের ধাক্কাধাক্কি

নেছারাবাদে স্কুলঘেঁষা বালুর পাহাড়! শিক্ষার্থীদের নিত্যসঙ্গী ধুলা-দুর্ভোগ

বাউল আবুল সরকারের বিচার দাবিতে পিরোজপুরে আইনজীবীদের বিক্ষোভ

ছারছীনা দরবার শরিফের ১৩৫তম ঈছালে ছাওয়াব মাহফিল শুরু, যোগ দেবেন মির্জা ফখরুল

আজ প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন: নেছারাবাদে ব্যানারে হাস্যকর ভুল

পিরোজপুর ২ আসন: নেছারাবাদ থেকে ধানের শীষের প্রার্থী দেওয়ার দাবিতে মিছিল ও মানববন্ধন

পিরোজপুরে গণপিটুনিতে এক ডাকাত নিহত, আহত অবস্থায় আটক ১