হোম > সারা দেশ > পিরোজপুর

পিরোজপুর ছাত্রলীগের সাবেক সহসভাপতি বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার 

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. সোহাগ সিকদারকে (৩১) অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-৮–এর একটি দল। আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৫টার দিকে সদর থানার নামাজপুর গ্রামে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

এ সময় আসামির হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিনটি গুলি উদ্ধার করা হয়। 

র‍্যাব-৮–এর এক বিজ্ঞপ্তিতে জানায়, গত জুলাই ২৪ মাসে দেশব্যাপী শুরু হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিহত করতে সারা দেশে আওয়ামী লীগ ও তাঁর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বিভিন্ন প্রকার দেশি-বিদেশি অস্ত্র হাতে নিয়ে ছাত্র–জনতার ওপর হামলা, মারামারি, মিছিলসহ নাশকতামূলক কার্যক্রম পরিচালনা করেছিল। এ সময় পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. সোহাগ সিকদারকে পিরোজপুর জেলা শহরের একাধিক স্থানে প্রকাশ্যে অস্ত্র হাতে মিছিলে নেতৃত্ব দিয়ে ছাত্র–জনতার ওপর চড়াও হতে দেখা যায়। 

বিষয়টি নজরে এলে ওই আসামিকে আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে র‍্যাব-৮ ছায়াতদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় আজ সকাল ৫টার দিকে র‍্যাব-৮, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল পিরোজপুর সদর থানাধীন নামাজপুর গ্রামে অভিযান পরিচালনা করে জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. সোহাগ সিকদারকে গ্রেপ্তার করে। এ সময় আসামির নিজ হেফাজতে থাকা একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিনটি গুলি উদ্ধার করা হয়। 

র‍্যাব জানায়, পিরোজপুর পৌরসভার কুমারখালীর মো. শাহাদত সিকদারের ছেলে সোহাগ সিকদারের বিরুদ্ধে পিরোজপুর জেলার বিভিন্ন থানায় অপহরণ, দস্যুতা, মাদক, চুরি, মারামারি ও নাশকতার অপরাধে ১৭টি মামলা রয়েছে। পরে গ্রেপ্তারকৃত সোহাগের বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা করে পিরোজপুর সদর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. মোস্তাফিজুর রহমান জানান, সোহাগ সিকদারকে র‍্যাব-৮ অস্ত্র আইনে নিয়মিত মামলা দিয়ে সদর থানায় হস্তান্তর করেছে।

নেছারাবাদে জামায়াত প্রার্থীর বিজয় শোভাযাত্রা, বিধিভঙ্গের অভিযোগ বিএনপি প্রার্থীর

পিরোজপুরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

পিরোজপুরে বাসের ধাক্কায় নসিমন চালক নিহত

বার্ষিক পরীক্ষা না নিয়ে আন্দোলনে শিক্ষকেরা: নেছারাবাদে শিক্ষক-অভিভাবকদের ধাক্কাধাক্কি

নেছারাবাদে স্কুলঘেঁষা বালুর পাহাড়! শিক্ষার্থীদের নিত্যসঙ্গী ধুলা-দুর্ভোগ

বাউল আবুল সরকারের বিচার দাবিতে পিরোজপুরে আইনজীবীদের বিক্ষোভ

ছারছীনা দরবার শরিফের ১৩৫তম ঈছালে ছাওয়াব মাহফিল শুরু, যোগ দেবেন মির্জা ফখরুল

আজ প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন: নেছারাবাদে ব্যানারে হাস্যকর ভুল

পিরোজপুর ২ আসন: নেছারাবাদ থেকে ধানের শীষের প্রার্থী দেওয়ার দাবিতে মিছিল ও মানববন্ধন

পিরোজপুরে গণপিটুনিতে এক ডাকাত নিহত, আহত অবস্থায় আটক ১