হোম > সারা দেশ > পিরোজপুর

৩৭ বছর পলাতক থেকে অবশেষে গ্রেপ্তার দিনমজুর হাকিম 

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের ইন্দুরকানীতে ৩৭ বছর ধরে পলাতক সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার তথ্যপ্রযুক্তি ব্যবহার করে খুলনার রূপসা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। 

গ্রেপ্তার আব্দুল হাকিম মাতুব্বর (৭০) পেশায় একজন দিনমজুর। তিনি ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়নের বালিপাড়া গ্রামের মৃত সোহরাফ মাতুব্বরের ছেলে। 

পুলিশ জানায়, ১৯৮৭ সালে উপজেলার বালিপাড়া এলাকায় এক নারীকে অবৈধ গর্ভপাত ও হত্যার চেষ্টায় আব্দুল হাকিম মাতুব্বরের বিরুদ্ধে ইন্দুরকানী থানায় একটি মামলা হয়। পরে ২০০৪ সালে ওই মামলায় পিরোজপুর দায়রা জজ আদালত তাঁকে ৯ বছরের কারাদণ্ড প্রদান করেন। মামলার পর থেকে আসামি আব্দুল হাকিম মাতুব্বর ৩৭ বছর ধরে পলিয়ে খুলনার রূপসা এলাকায় শ্রমিকের কাজ করতেন। সেখানে তিনি একটি বিয়ে করে পরিবার নিয়ে বসবাস শুরু করেন। 

ওসি মো. কামরুজ্জামান তালুকদার বলেন, ‘এক নারীকে অবৈধ গর্ভপাত ও হত্যাচেষ্টা মামলায় ৩৭ বছর পলাতক থাকা ৯ বছরের সাজাপ্রাপ্ত আসামি আব্দুল হাকিম মাতুব্বরকে গ্রেপ্তার করা হয়েছে। দীর্ঘদিন তিনি ছদ্মবেশে খুলনার রূপসা এলাকায় ছিলেন। তাঁকে আজ শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

নেছারাবাদে জামায়াত প্রার্থীর বিজয় শোভাযাত্রা, বিধিভঙ্গের অভিযোগ বিএনপি প্রার্থীর

পিরোজপুরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

পিরোজপুরে বাসের ধাক্কায় নসিমন চালক নিহত

বার্ষিক পরীক্ষা না নিয়ে আন্দোলনে শিক্ষকেরা: নেছারাবাদে শিক্ষক-অভিভাবকদের ধাক্কাধাক্কি

নেছারাবাদে স্কুলঘেঁষা বালুর পাহাড়! শিক্ষার্থীদের নিত্যসঙ্গী ধুলা-দুর্ভোগ

বাউল আবুল সরকারের বিচার দাবিতে পিরোজপুরে আইনজীবীদের বিক্ষোভ

ছারছীনা দরবার শরিফের ১৩৫তম ঈছালে ছাওয়াব মাহফিল শুরু, যোগ দেবেন মির্জা ফখরুল

আজ প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন: নেছারাবাদে ব্যানারে হাস্যকর ভুল

পিরোজপুর ২ আসন: নেছারাবাদ থেকে ধানের শীষের প্রার্থী দেওয়ার দাবিতে মিছিল ও মানববন্ধন

পিরোজপুরে গণপিটুনিতে এক ডাকাত নিহত, আহত অবস্থায় আটক ১