হোম > সারা দেশ > পিরোজপুর

ময়নাতদন্ত ছাড়াই পিরোজপুরে নিহত ৮ জনের লাশ হস্তান্তর 

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুর নাজিরপুর সড়কের প্রাইভেটকার খালে পড়ে নিহত আটজনের লাশ স্বজনদের হস্তান্তর করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে পিরোজপুর জেলা হাসপাতালের মর্গ থেকে দুই পরিবারের স্বজনদের কাছে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়। 

লাশগুলো হস্তান্তর করেন পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবাহান। এ সময় সেনা সদস্যরাও উপস্থিত ছিলেন। 

আইনি কার্যক্রম শেষ করে পিরোজপুরের নাজিরপুর উপজেলার শাওনের পরিবারের কাছে ৪ জনের মরদেহ এবং শেরপুরের মোতালেবের পরিবারের কাছে ৪ জনের মরদেহ হস্তান্তর করা হয়। 

নিহতরা হলেন—শাওন (৩২) নাজিরপুরের হোগাবুনিয়া এলাকার মৃত আসাদ মৃধার ছেলে, আমেনা বেগম (২৫) শাওনের স্ত্রী, শাহাদাত (১০) শাওনের ছেলে, আব্দুল্লাহ (৩) শাওনের ছেলে। 

এছাড়াও শেরপুরের নিহতরা হলেন—মো. মোতালেব (৪৫), শেরপুরের দিঘীপাড়া রঘুনাথপুর নিজামুদ্দিনের ছেলে, সাবিনা (৩০) মোতালেবের স্ত্রী, মুক্তা (১২) মোতালেবের মেয়ে, সোয়াইব (২) নিহত মোতালেবের ছেলে। 

নিহত শাওনের শাশুড়ি জাকিয়া বেগম বলেন, ‘গতকাল রাত ১১টার দিকে শাওন ও তার পরিবারের সঙ্গে শেষ কথা হয়। তখন তারা আমতলি ফেরিঘাটে ছিল। এরপর আর তাদের সঙ্গে কোনো কথা বলতে পারিনি। গভীর রাতে কেউ ফোন করে বলে ওরা পানিতে ডুবে মারা গেছে। এমন মৃত্যু মেনে নেওয়া সম্ভব নয়।’ 

নিহত শাওনের মামা কামরুল ইসলাম বলেন, ‘দীর্ঘ অপেক্ষার পর আমার ভাগনের পরিবারের সদস্যদের মৃতদেহগুলো পেয়েছি। বাড়ি নিয়ে গোসল করিয়ে দাফন কাফন সম্পন্ন করা হবে।’ 

পিরোজপুর সদর থানার ওসি আব্দুস সোবাহান বলেন, ‘পানিতে ডুবে মৃত দুই পরিবারের স্বজনদের মধ্যে ৮ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। লাশের সুরতহাল শেষে তাদের অনুরোধে বিনা ময়নাতদন্তে আমরা তাদের কাছে লাশ হস্তান্তর করি।’ 

উল্লেখ্য, গতকাল বুধবার দিবাগত রাত ৩টার দিকে পিরোজপুর-নাজিরপুর সড়কের নূরানী গেট এলাকায় একটি প্রাইভেট কার খালে পড়ে যায়। এতে দুই পরিবারের আটজন নিহত হন।

বার্ষিক পরীক্ষা না নিয়ে আন্দোলনে শিক্ষকেরা: নেছারাবাদে শিক্ষক-অভিভাবকদের ধাক্কাধাক্কি

নেছারাবাদে স্কুলঘেঁষা বালুর পাহাড়! শিক্ষার্থীদের নিত্যসঙ্গী ধুলা-দুর্ভোগ

বাউল আবুল সরকারের বিচার দাবিতে পিরোজপুরে আইনজীবীদের বিক্ষোভ

ছারছীনা দরবার শরিফের ১৩৫তম ঈছালে ছাওয়াব মাহফিল শুরু, যোগ দেবেন মির্জা ফখরুল

আজ প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন: নেছারাবাদে ব্যানারে হাস্যকর ভুল

পিরোজপুর ২ আসন: নেছারাবাদ থেকে ধানের শীষের প্রার্থী দেওয়ার দাবিতে মিছিল ও মানববন্ধন

পিরোজপুরে গণপিটুনিতে এক ডাকাত নিহত, আহত অবস্থায় আটক ১

নেছারাবাদে ভূমিকম্পে দুলে ওঠে ঘরবাড়ি, আতঙ্কে স্থানীয়রা

নেছারাবাদে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের ভাই গ্রেপ্তার