হোম > সারা দেশ > পিরোজপুর

কাউখালীতে অগ্নিকাণ্ডে ৯ ব্যবসাপ্রতিষ্ঠান ও ৩ বসতঘর পুড়ে ছাই 

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

কাউখালীর চিরাপাড়া বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় নয়টি ব্যবসাপ্রতিষ্ঠান ও তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল সোমবার মধ্যরাতে বাজারের বীর মুক্তিযোদ্ধা কাঞ্চন আলীর দোকান ও বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। 

হঠাৎ মধ্যরাতে আত্মচিৎকারে ঘুম ভাঙে এলাকাবাসীর। ঘুমে থেকে জেগে দেখে আগুনের লেলিহান শিখা। 

প্রত্যক্ষদর্শী, ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মধ্যরাতে বাজারে লাগা আগুনে কাঞ্চন আলী, পারভেজ, মনির, হাইয়ান, সুকান্ত, আলমগীর, ইসমাইলসহ কয়েকজনের নয়টি ব্যবসাপ্রতিষ্ঠান ও তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। কাউখালী ফায়ার সার্ভিস ও রাজাপুর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় তিন ঘণ্টা অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। 

রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা খালেদা খাতুন রেখাসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা।

কাউখালী ফায়ার স্টেশনের দায়িত্বে থাকা ইমরান হোসেন বলেন, আগুনের সংবাদ পেয়ে দ্রুত কাউখালীর তিনটি ও রাজাপুর থেকে আসা দুটিসহ মোট পাঁচটি ইউনিটের সম্মিলিত তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এরই মধ্যে নয়টি দোকান ও তিনটি বসতঘর পুড়ে গেছে।

ইমরান হোসেন আরও বলেন, পারভেজের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কীভাবে সূত্রপাত ঘটেছে তা এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। অগ্নিকাণ্ডের ঘটনায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

অঙ্গীকারনামা লিখে বিএনপিতে যোগ দিলেন ছাত্রলীগ নেতা

আপিলেও টিকল না মনোনয়ন, পিরোজপুর-২ আসনে ঝরে পড়লেন স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেন

ইউটিউবে ইনকিউবেটরে মুরগির বাচ্চা ফুটানো শিখে আব্দুর রহমানের ভাগ্যবদল

পিরোজপুরে সাবেক স্ত্রীকে হত্যাচেষ্টা, হাসপাতালে গিয়েও হামলা: অভিযুক্ত আটক

নেছারাবাদে ছিনতাইকারী সন্দেহে যুবক আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

নির্দোষ আওয়ামী লীগসহ সাধারণ মানুষকে হয়রানি না করার দাবি বিএনপি নেতার

নেছারাবাদে জামায়াত প্রার্থীর বিজয় শোভাযাত্রা, বিধিভঙ্গের অভিযোগ বিএনপি প্রার্থীর

পিরোজপুরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

পিরোজপুরে বাসের ধাক্কায় নসিমন চালক নিহত

বার্ষিক পরীক্ষা না নিয়ে আন্দোলনে শিক্ষকেরা: নেছারাবাদে শিক্ষক-অভিভাবকদের ধাক্কাধাক্কি