হোম > সারা দেশ > পিরোজপুর

পিরোজপুরে সড়কের ওপর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা 

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরে পূর্ব শত্রুতার জেরে এক কলেজছাত্রকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। সদর উপজেলার কদমতলা ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাঁকে আহত অবস্থায় খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে গতকাল মঙ্গলবার রাতেই তাঁর মৃত্যু হয়। 

এ ঘটনায় আজ বুধবার দুপুরে রাসেল হত্যার বিচার দাবিতে পিরোজপুর শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে তাঁর সহপাঠীরা। 

নিহত রাসেল (২২) পিরোজপুর পৌরসভার মুক্তারকাঠী এলাকার সৈয়দ ইদ্রিস মীরের ছেলে। তিনি পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। 

রাসেলের বোন রুমা আজকের পত্রিকাকে জানান, গতকাল মঙ্গলবার দুপুরে রাসেল এক চেয়ারম্যান প্রার্থীর সঙ্গে তাঁর বাড়িতে দেখা করতে যান। সেখান থেকে ফেরার পথে ঘটনাস্থলে আগে থেকে ওত পেতে থাকা ফারুক ও গাঙ্গুয়া পেছন থেকে লাঠিসোঁটা নিয়ে রাসেলের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। প্রথমে তাঁকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে এবং পরে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত ১টার দিকে রাসেল মারা যান। 

এ বিষয়ে প্রতিবেশীরা জানান, সম্প্রতি সদর উপজেলার কদমতলা গ্রামের রিয়াজুল নামের এক যুবককে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয় রাসেল ও তাঁর বন্ধুরা। এর জের ধরে রাসেলের ওপর প্রতিশোধ নিতে বিভিন্ন সময়ে রাসেলকে অনুসরণ করত। 

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসিকুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন।

পিরোজপুরে সাবেক স্ত্রীকে হত্যাচেষ্টা, হাসপাতালে গিয়েও হামলা: অভিযুক্ত আটক

নেছারাবাদে ছিনতাইকারী সন্দেহে যুবক আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

নির্দোষ আওয়ামী লীগসহ সাধারণ মানুষকে হয়রানি না করার দাবি বিএনপি নেতার

নেছারাবাদে জামায়াত প্রার্থীর বিজয় শোভাযাত্রা, বিধিভঙ্গের অভিযোগ বিএনপি প্রার্থীর

পিরোজপুরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

পিরোজপুরে বাসের ধাক্কায় নসিমন চালক নিহত

বার্ষিক পরীক্ষা না নিয়ে আন্দোলনে শিক্ষকেরা: নেছারাবাদে শিক্ষক-অভিভাবকদের ধাক্কাধাক্কি

নেছারাবাদে স্কুলঘেঁষা বালুর পাহাড়! শিক্ষার্থীদের নিত্যসঙ্গী ধুলা-দুর্ভোগ

বাউল আবুল সরকারের বিচার দাবিতে পিরোজপুরে আইনজীবীদের বিক্ষোভ

ছারছীনা দরবার শরিফের ১৩৫তম ঈছালে ছাওয়াব মাহফিল শুরু, যোগ দেবেন মির্জা ফখরুল