হোম > সারা দেশ > পিরোজপুর

পিরোজপুরে সকাল থেকে ঝোড়ো হাওয়ার পাশাপাশি মুষলধারে বৃষ্টি হচ্ছে 

পিরোজপুর প্রতিনিধি

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে পিরোজপুরে আজ সোমবার ভোর থেকেই শুরু হয়েছে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি। সকাল থেকে জেলার ৭টি উপজেলায় ৭ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলে আবহাওয়া অধিদপ্তর।

জোয়ারে জেলার ইন্দুরকানী, ভান্ডারিয়া, মঠবাড়িয়াসহ বিভিন্ন উপজেলা নিম্নাঞ্চল দুই থেকে আড়াই ফুট পানি বেড়েছে। আতঙ্ক থাকলেও মঠবাড়িয়া, ভান্ডারিয়া, ইন্দুরকানী, সদর উপজেলার আশ্রয়কেন্দ্রগুলোতে এখনো মানুষের তেমন চাপ দেখা যায়নি। নিম্নাঞ্চল বন্যার পানিতে প্লাবিত হওয়ার কারণে পানি আটকে থাকলে আমন ধানসহ অন্যান্য সবজির ব্যাপক ক্ষতি হতে পারে বলে ধারণা করছে কৃষি বিভাগ।

এদিকে এই ঘূর্ণিঝড় মোকাবিলায় জেলা প্রশাসনের উদ্যোগে ২৬০টি আশ্রয় কেন্দ্র ও ১৭৯টি প্রাথমিক বিদ্যালয় প্রস্তুত রাখা আছে। এসব কেন্দ্রে আশ্রয় নিতে পারবে তিন লক্ষাধিক মানুষ। তাদের জন্য প্রাথমিক পর্যায়ে ২ হাজার প্যাকেট শুকনা খাবার, ২৫০ মেট্রিক টন চাল ও নগদ ১ লাখ টাকা প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া প্রস্তুত রাখা হয়েছে ৬৩টি মেডিকেল টিম। ৭টি উপজেলায় ৭টি এবং সদরে ২টি কন্ট্রোল রুম খোলা হয়েছে। জরুরি সেবা দিতে প্রস্তুত রাখা হয়েছে স্বেচ্ছাসেবক দল।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান জানান, মোট ৪৩৯টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। নিম্নাঞ্চলের মানুষকে সরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। অনেকেই আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। তাদের জন্য শুকনা খাবারের ব্যবস্থা করা হয়েছে।

নেছারাবাদে জামায়াত প্রার্থীর বিজয় শোভাযাত্রা, বিধিভঙ্গের অভিযোগ বিএনপি প্রার্থীর

পিরোজপুরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

পিরোজপুরে বাসের ধাক্কায় নসিমন চালক নিহত

বার্ষিক পরীক্ষা না নিয়ে আন্দোলনে শিক্ষকেরা: নেছারাবাদে শিক্ষক-অভিভাবকদের ধাক্কাধাক্কি

নেছারাবাদে স্কুলঘেঁষা বালুর পাহাড়! শিক্ষার্থীদের নিত্যসঙ্গী ধুলা-দুর্ভোগ

বাউল আবুল সরকারের বিচার দাবিতে পিরোজপুরে আইনজীবীদের বিক্ষোভ

ছারছীনা দরবার শরিফের ১৩৫তম ঈছালে ছাওয়াব মাহফিল শুরু, যোগ দেবেন মির্জা ফখরুল

আজ প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন: নেছারাবাদে ব্যানারে হাস্যকর ভুল

পিরোজপুর ২ আসন: নেছারাবাদ থেকে ধানের শীষের প্রার্থী দেওয়ার দাবিতে মিছিল ও মানববন্ধন

পিরোজপুরে গণপিটুনিতে এক ডাকাত নিহত, আহত অবস্থায় আটক ১