ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে পিরোজপুরে আজ সোমবার ভোর থেকেই শুরু হয়েছে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি। সকাল থেকে জেলার ৭টি উপজেলায় ৭ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলে আবহাওয়া অধিদপ্তর।
জোয়ারে জেলার ইন্দুরকানী, ভান্ডারিয়া, মঠবাড়িয়াসহ বিভিন্ন উপজেলা নিম্নাঞ্চল দুই থেকে আড়াই ফুট পানি বেড়েছে। আতঙ্ক থাকলেও মঠবাড়িয়া, ভান্ডারিয়া, ইন্দুরকানী, সদর উপজেলার আশ্রয়কেন্দ্রগুলোতে এখনো মানুষের তেমন চাপ দেখা যায়নি। নিম্নাঞ্চল বন্যার পানিতে প্লাবিত হওয়ার কারণে পানি আটকে থাকলে আমন ধানসহ অন্যান্য সবজির ব্যাপক ক্ষতি হতে পারে বলে ধারণা করছে কৃষি বিভাগ।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান জানান, মোট ৪৩৯টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। নিম্নাঞ্চলের মানুষকে সরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। অনেকেই আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। তাদের জন্য শুকনা খাবারের ব্যবস্থা করা হয়েছে।