হোম > সারা দেশ > পিরোজপুর

সকালে অটোরিকশা নিয়ে বের হয়ে আর ফেরেনি, পরদিন ডোবায় মিলল লাশ

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুর সদর উপজেলায় একটি ডোবা থেকে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ঝনঝনিয়া এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। 

পরিবারের সদস্যদের দাবি, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্য অটোরিকশা চালক ফেরদৌস শেখ অনিককে হত্যা করা হয়েছে। 

ফেরদৌস শেখ অনিকের (১৫) বাড়ি পিরোজপুর জেলার কাউখালী উপজেলার মেঘপাল এলাকায়। 

নিহতের মামা মামুন শেখ জানান, অনিক তাঁর বাড়ি পিরোজপুর সদর উপজেলার রানীপুর এলাকায় থেকে অটোরিকশা চালাতো। গতকাল সোমবার সকালে ভাড়ায়চালিত একটি অটোরিকশা নিয়ে সে বাড়ি থেকে বের হয়। পরে রাতে আর বাড়িতে ফিরে যায়নি। এরপর আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজ নিলেও অনিকের সন্ধান না পেয়ে পিরোজপুর হাসপাতালে ও নাজিরপুর হাসপাতালে খুঁজতে থাকেন। 

পরে ঝনঝনিয়া এলাকায় একটি লাশ পাওয়া গেছে এ খবর পেয়ে তারা ঘটনাস্থলে এসে অনিকের লাশ শনাক্ত করে। ধারণা করা হচ্ছে, অটোরিকশাটি ছিনতাই করার জন্যই অনিককে হত্যার পর লাশ ফেলে রেখে হত্যাকারীরা অটোরিকশা নিয়ে পালিয়ে গেছে। 

পিরোজপুর সদর থানার ওসি আবীর মোহাম্মদ হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা করছে পুলিশ এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নেছারাবাদে জামায়াত প্রার্থীর বিজয় শোভাযাত্রা, বিধিভঙ্গের অভিযোগ বিএনপি প্রার্থীর

পিরোজপুরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

পিরোজপুরে বাসের ধাক্কায় নসিমন চালক নিহত

বার্ষিক পরীক্ষা না নিয়ে আন্দোলনে শিক্ষকেরা: নেছারাবাদে শিক্ষক-অভিভাবকদের ধাক্কাধাক্কি

নেছারাবাদে স্কুলঘেঁষা বালুর পাহাড়! শিক্ষার্থীদের নিত্যসঙ্গী ধুলা-দুর্ভোগ

বাউল আবুল সরকারের বিচার দাবিতে পিরোজপুরে আইনজীবীদের বিক্ষোভ

ছারছীনা দরবার শরিফের ১৩৫তম ঈছালে ছাওয়াব মাহফিল শুরু, যোগ দেবেন মির্জা ফখরুল

আজ প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন: নেছারাবাদে ব্যানারে হাস্যকর ভুল

পিরোজপুর ২ আসন: নেছারাবাদ থেকে ধানের শীষের প্রার্থী দেওয়ার দাবিতে মিছিল ও মানববন্ধন

পিরোজপুরে গণপিটুনিতে এক ডাকাত নিহত, আহত অবস্থায় আটক ১