হোম > সারা দেশ > পিরোজপুর

কিশোর হত্যার অভিযোগে সহোদর ২ ভাইয়ের যাবজ্জীবন

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় রফিকুল ইসলাম (১৩) নামের এক কিশোরকে হত্যার অভিযোগে দুই ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে পিরোজপুর অতিরিক্ত দায়রা জজ এস এম নূরুর ইসলাম এই আদেশ দেন। এ সময় আদালতের বিচারক আসামিদের ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন আবুল কালাম কালু (৩৩) ও মো. হারুন (৩৫)। পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার দক্ষিণ কলারন গ্রামের মো. ফজলুল হকের ছেলে। নিহত কিশোর রফিকুল ইসলাম বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার মো. হালিমের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি মো. জহুরুল ইসলাম জানান, রফিকুল ইসলাম (১৩) তার মা সেলিনা বেগমের সঙ্গে ইন্দুরকানী উপজেলায় তার মামা মোদাচ্ছের আলী হাওলাদারের বাড়িতে বসবাস করত। ২০০৬ সালের ৮ মার্চ পূর্বশত্রুতার জের ধরে দণ্ডপ্রাপ্ত আসামিরা রফিকুলকে বাড়ির কাছে একটি খালপাড়ে গলা কেটে হত্যা করে। পরে এ বিষয়ে ঘটনার দিনই নিহত কিশোরের মামা মোদাচ্ছের আলী হাওলাদার বাদী হয়ে ইন্দুরকানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পরে ইন্দুরকানী থানার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) বারী মনোরঞ্জন ২০০৬ সালের ৫ অক্টোবর আদালতে পাঁচজনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন। এ মামলায় মোট ১৭ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আবুল কালাম কালু ও মো. হারুনের যাবজ্জীবন কারাদণ্ড এবং অপর তিন আসামি জামাল হোসেন, কবির হাওলাদার ও নিপুণ শেখকে খালাস দেন আদালত। রায় ঘোষণার সময় আসামি আবুল কালাম কালু আদালতে উপস্থিত ছিলেন এবং অপর আসামি মো. হারুন এখনো পলাতক রয়েছেন। 

অঙ্গীকারনামা লিখে বিএনপিতে যোগ দিলেন ছাত্রলীগ নেতা

আপিলেও টিকল না মনোনয়ন, পিরোজপুর-২ আসনে ঝরে পড়লেন স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেন

ইউটিউবে ইনকিউবেটরে মুরগির বাচ্চা ফুটানো শিখে আব্দুর রহমানের ভাগ্যবদল

পিরোজপুরে সাবেক স্ত্রীকে হত্যাচেষ্টা, হাসপাতালে গিয়েও হামলা: অভিযুক্ত আটক

নেছারাবাদে ছিনতাইকারী সন্দেহে যুবক আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

নির্দোষ আওয়ামী লীগসহ সাধারণ মানুষকে হয়রানি না করার দাবি বিএনপি নেতার

নেছারাবাদে জামায়াত প্রার্থীর বিজয় শোভাযাত্রা, বিধিভঙ্গের অভিযোগ বিএনপি প্রার্থীর

পিরোজপুরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

পিরোজপুরে বাসের ধাক্কায় নসিমন চালক নিহত

বার্ষিক পরীক্ষা না নিয়ে আন্দোলনে শিক্ষকেরা: নেছারাবাদে শিক্ষক-অভিভাবকদের ধাক্কাধাক্কি