হোম > সারা দেশ > পিরোজপুর

পিরোজপুরে নসিমন-টমটম মুখোমুখি সংঘর্ষে নিহত ১ 

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরে নসিমন-টমটমের মুখোমুখি সংঘর্ষে রিয়াজ হাওলাদার (৪০) নামে এক চালক নিহত হয়েছেন। আজ রোববার সকালে পাড়েরহাট সড়কে বড়পোল এলাকায় এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জা মো. মাসুদুজ্জামান।

নিহত রিয়াজ হাওলাদার ইন্দুরকানী উপজেলার দক্ষিণ ইন্দুরকানী গ্রামের লতিফুর রহমানের ছেলে।

নিহতের শ্বশুর জাহাঙ্গীর আকন জানান, আজ সকালে পিরোজপুর থেকে ইন্দুরকানীগামী একটি ব্যাটারিচালিত নসিমনের সঙ্গে বিপরীতগামী টমটমের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই নসিমনের চালক রিয়াজ মারা যান। এ সময় টমটমের সামনের দিক দুমড়ে-মুচড়ে গিয়ে চালক আটকা পড়েন। পরে পিরোজপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে এবং সদর হাসপাতালে পাঠায়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মো. কাজল মিয়া বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে নসিমনের চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি।’

এ বিষয়ে ওসি বলেন, দুর্ঘটনাকবলিত টমটমটি জব্দ করা হয়। নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপিলেও টিকল না মনোনয়ন, পিরোজপুর-২ আসনে ঝরে পড়লেন স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেন

ইউটিউবে ইনকিউবেটরে মুরগির বাচ্চা ফুটানো শিখে আব্দুর রহমানের ভাগ্যবদল

পিরোজপুরে সাবেক স্ত্রীকে হত্যাচেষ্টা, হাসপাতালে গিয়েও হামলা: অভিযুক্ত আটক

নেছারাবাদে ছিনতাইকারী সন্দেহে যুবক আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

নির্দোষ আওয়ামী লীগসহ সাধারণ মানুষকে হয়রানি না করার দাবি বিএনপি নেতার

নেছারাবাদে জামায়াত প্রার্থীর বিজয় শোভাযাত্রা, বিধিভঙ্গের অভিযোগ বিএনপি প্রার্থীর

পিরোজপুরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

পিরোজপুরে বাসের ধাক্কায় নসিমন চালক নিহত

বার্ষিক পরীক্ষা না নিয়ে আন্দোলনে শিক্ষকেরা: নেছারাবাদে শিক্ষক-অভিভাবকদের ধাক্কাধাক্কি

নেছারাবাদে স্কুলঘেঁষা বালুর পাহাড়! শিক্ষার্থীদের নিত্যসঙ্গী ধুলা-দুর্ভোগ