হোম > সারা দেশ > পিরোজপুর

ভান্ডারিয়ায় বিদ্যুৎ স্বাভাবিক হতে সময় লাগবে ২ দিন

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার বিভিন্ন এলাকায় গাছ উপড়ে ও ভেঙে পড়ে অর্ধশতাধিক আধা পাকা বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলার পুরোনো স্টিমার ঘাট, উত্তর পৈকখালী, কলেজ মোড়সহ কয়েকটি এলাকায় ১১ হাজার কেভির বৈদ্যুতিক লাইনের তার ছিঁড়ে যায়। এতে গতকাল সোমবার থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। 

জানা গেছে, স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগ গাছ অপসারণ করে বিদ্যুৎ লাইন সংস্কারের কাজ শুরু করেছে। অন্যদিকে, ঘূর্ণিঝড়ের প্রভাবে পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন এলাকার ছোটবড় মাছের ঘের ভেসে গেছে। এ ছাড়া পুরোনো স্টিমারঘাট, কলেজ সড়কসহ কয়েকটি রাস্তায় গাছ উপড়ে পড়ে যানচলাচল বন্ধ রয়েছে। ভান্ডারিয়া বন্দর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের গাছ উপড়ে পড়ে সীমানাপ্রাচীর ধসে পড়েছে।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে পানের বরজ, কলা, আমন ধানসহ বিভিন্ন সবজির খামারের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে সবজি ৩৬৫ হেক্টর, পান ১৮০ হেক্টর, কলা ১৯৫ হেক্টর, রোপা আমন ৪৩৫ হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গেছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা রাণী ধর বলেন, ভান্ডারিয়া উপজেলায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে। কিছু কিছু এলাকায় বিদ্যুতের সংযোগ চালু করা হয়েছে। তবে পুরো উপজেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে আরও দুই দিন সময় লাগবে। 

নেছারাবাদে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

পিরোজপুর টিটিসির দুই প্রশিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

অঙ্গীকারনামা লিখে বিএনপিতে যোগ দিলেন ছাত্রলীগ নেতা

আপিলেও টিকল না মনোনয়ন, পিরোজপুর-২ আসনে ঝরে পড়লেন স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেন

ইউটিউবে ইনকিউবেটরে মুরগির বাচ্চা ফুটানো শিখে আব্দুর রহমানের ভাগ্যবদল

পিরোজপুরে সাবেক স্ত্রীকে হত্যাচেষ্টা, হাসপাতালে গিয়েও হামলা: অভিযুক্ত আটক

নেছারাবাদে ছিনতাইকারী সন্দেহে যুবক আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

নির্দোষ আওয়ামী লীগসহ সাধারণ মানুষকে হয়রানি না করার দাবি বিএনপি নেতার

নেছারাবাদে জামায়াত প্রার্থীর বিজয় শোভাযাত্রা, বিধিভঙ্গের অভিযোগ বিএনপি প্রার্থীর

পিরোজপুরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন