হোম > সারা দেশ > পিরোজপুর

’বাংলার ঘরে ঘরে ৩১ দফা পৌঁছে দেব’

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি 

স্বরূপকাঠি পৌরসভার কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্য দেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ মো. আলমগীর হোসেন। ছবি: আজকের পত্রিকা

পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ মো. আলমগীর হোসেন বলেছেন, ‘আমরা তারেক রহমানের ৩১ দফার আলোকে সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণ করব। বাংলার ঘরে ঘরে ৩১ দফা পৌঁছে দেব। ডিসেম্বর, জানুয়ারি অথবা ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সংসদ নির্বাচন করবই করব—এটাই হোক আমাদের অঙ্গীকার।’ বৃহস্পতিবার দুপুরে নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি পৌরসভার কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নেছারাবাদ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কক্ষে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়। স্বরূপকাঠি পৌর বিএনপির আহ্বায়ক মো. শফিকুল ইসলাম ফরিদের সভাপতিত্বে বক্তব্য দেন পিরোজপুর জেলা বিএনপির সদস্যসচিব মো. গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, পিরোজপুর জেলা বিএনপির সদস্য মো. নজরুল ইসলাম খান প্রমুখ।

এর আগে দুপুর ১২টার দিকে মুক্তিযোদ্ধা সংসদের সামনে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলন করেন আগত অতিথিসহ পৌর বিএনপির নেতৃবৃন্দ। পরে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে সম্মেলন শুরু হয়।

পিরোজপুরে সাবেক স্ত্রীকে হত্যাচেষ্টা, হাসপাতালে গিয়েও হামলা: অভিযুক্ত আটক

নেছারাবাদে ছিনতাইকারী সন্দেহে যুবক আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

নির্দোষ আওয়ামী লীগসহ সাধারণ মানুষকে হয়রানি না করার দাবি বিএনপি নেতার

নেছারাবাদে জামায়াত প্রার্থীর বিজয় শোভাযাত্রা, বিধিভঙ্গের অভিযোগ বিএনপি প্রার্থীর

পিরোজপুরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

পিরোজপুরে বাসের ধাক্কায় নসিমন চালক নিহত

বার্ষিক পরীক্ষা না নিয়ে আন্দোলনে শিক্ষকেরা: নেছারাবাদে শিক্ষক-অভিভাবকদের ধাক্কাধাক্কি

নেছারাবাদে স্কুলঘেঁষা বালুর পাহাড়! শিক্ষার্থীদের নিত্যসঙ্গী ধুলা-দুর্ভোগ

বাউল আবুল সরকারের বিচার দাবিতে পিরোজপুরে আইনজীবীদের বিক্ষোভ

ছারছীনা দরবার শরিফের ১৩৫তম ঈছালে ছাওয়াব মাহফিল শুরু, যোগ দেবেন মির্জা ফখরুল