হোম > সারা দেশ > পিরোজপুর

দ্বিতীয় শ্রেণির শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের নাজিরপুরে দ্বিতীয় শ্রেণির শিশুকে ধর্ষণের অভিযোগে তারক মাতা (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে নাজিরপুর থানা-পুলিশ। বৃহস্পতিবার বিকেল সোয়া ৫টার দিকে থানা-পুলিশ তাকে স্থানীয় কালিবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত তারক উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের মধ্য জয়পুর গ্রামের বিমল মজুমদারের ছেলে। এ ঘটনায় ওই শিশুর মা মা বাদী হয়ে বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টার দিকে নাজিরপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতেই তারককে গ্রেপ্তার করা হয়। 

মামলা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে তারক মাতাদের বাড়িতে একটি ধর্মীয় অনুষ্ঠানে ওই শিশুকে নিয়ে যান তার মা। শিশুটির মা সেখানে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেয় এবং শিশুটি ওই বাড়িতে থাকা অন্যান্য শিশুদের সঙ্গে খেলতে শুরু করে। এ সময় অভিযুক্ত তারক শিশুটিকে লিচু ও অন্যান্য খাবারের লোভ দেখিয়ে একটি ফাঁকা ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। 

নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, ধর্ষণের অভিযোগে স্কুলছাত্রীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে।

পিরোজপুরে বাসের ধাক্কায় নসিমন চালক নিহত

বার্ষিক পরীক্ষা না নিয়ে আন্দোলনে শিক্ষকেরা: নেছারাবাদে শিক্ষক-অভিভাবকদের ধাক্কাধাক্কি

নেছারাবাদে স্কুলঘেঁষা বালুর পাহাড়! শিক্ষার্থীদের নিত্যসঙ্গী ধুলা-দুর্ভোগ

বাউল আবুল সরকারের বিচার দাবিতে পিরোজপুরে আইনজীবীদের বিক্ষোভ

ছারছীনা দরবার শরিফের ১৩৫তম ঈছালে ছাওয়াব মাহফিল শুরু, যোগ দেবেন মির্জা ফখরুল

আজ প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন: নেছারাবাদে ব্যানারে হাস্যকর ভুল

পিরোজপুর ২ আসন: নেছারাবাদ থেকে ধানের শীষের প্রার্থী দেওয়ার দাবিতে মিছিল ও মানববন্ধন

পিরোজপুরে গণপিটুনিতে এক ডাকাত নিহত, আহত অবস্থায় আটক ১

নেছারাবাদে ভূমিকম্পে দুলে ওঠে ঘরবাড়ি, আতঙ্কে স্থানীয়রা

নেছারাবাদে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার